রাজ্য

নির্দেশ কার্যকর হয়নি? রাজ্যের আরও এক কর্তার বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইকোর্টের নির্দেশ কার্যকর না করায় কোপে পড়তে হয়েছিল রাজ্য প্রশাসনের দুই শীর্ষপদস্থ আমলাকে। তাঁদের বেতন বন্ধ করতেই মাত্র পাঁচদিনে প্রাপ্য হাতে পেয়েছিলেন এক পুরকর্মী। নির্দেশ কার্যকর না করায় একইভাবে রাজ্য প্রশাসনের আরও এক কর্তার বেতন বন্ধ করে তাঁকে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আড়াই বছর আগে বহরমপুর পুরসভায় কর্মরত এক ব্যক্তির অবসরকালীন প্রাপ্য ও পেনশন বাবদ যাবতীয় অর্থ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর করেনি ডিরেক্টর অফ লোকাল বডি বা ডিএলবি। তাই ওই পদে কর্মরত আধিকারিক জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের বেতন বন্ধের পাশাপাশি তাঁকে আগামী ১৬ জানুয়ারি হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। 
মামলার বয়ান সূত্রে জানা গিয়েছে, মামলাকারী ভবানীশঙ্কর রায় মুর্শিদাবাদের বহরমপুর পুরসভায় জল সংক্রান্ত বিভাগের সুপার হিসেবে ১৯৯৭ সালে অস্থায়ী নিয়োগ পেয়েছিলেন। ওই পদে কর্মরত ব্যক্তির হঠাৎ মৃত্যুর কারণে তিনি প্রথমে অস্থায়ী নিয়োগ পান। ১৯৯৮ সালের মার্চ মাসে পুরসভা তাঁকে স্থায়ী নিয়োগ দেয়। পুরসভার দাবি, ওই কর্মীর স্থায়ী নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পুরদপ্তরে পাঠানো হয়, যাতে তিনি অবসরকালীন ভাতা থেকে বঞ্চিত না হন। মামলাকারীর অভিযোগ, ২০১৭ সালের তিনি অবসর নেওয়ার পর অবসরকালীন ভাতার জন্য আবেদন করেন। কিন্তু রাজ্য পুরদপ্তর সেই আবেদন মঞ্জুর করেনি। তাদের তরফে যুক্তি দেওয়া হয়, পুরসভা ওই কর্মীকে স্থায়ী নিয়োগ দেওয়ার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত নিলেও যে পদে তিনি কর্মরত ছিলেন, সেই পদটি পুরদপ্তরের অনুমোদিত নয়। তাই তিনি অবসরকালীন ভাতা পাওয়ার যোগ্য নন।  এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন ভবানীশঙ্করবাবু। আদালতে তাঁর যুক্তি ছিল, তিনি যে পদে কর্মরত ছিলেন, ওই পদে তাঁর আগেও একজন কাজ করেছেন। সেই কর্মীর মৃত্যুর পর তাঁর স্ত্রী সরকারি নিয়ম অনুযায়ী যাবতীয় প্রাপ্য পেয়েছেন। তাহলে কেন তিনি বঞ্চিত হবেন?  
২০২২ সালের সেপ্টেম্বর মাসে ভবানীশঙ্করের যাবতীয় প্রাপ্য মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। ডিভিশন বেঞ্চও সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখে। তারপর দু’বছর কেটে গেলেও কানাকড়িও পাননি মামলাকারী। তখন ডিএলবি সহ বাকিদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন ভবানীশঙ্করবাবু। সেই মামলায় সম্প্রতি ডিএলবি জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে হাজিরা দিয়ে নির্দেশ কার্যকর না করার কারণ জানতে চান বিচারপতি সিনহা। ডিএলবি জানান, অর্থদপ্তরের কাছে ফাইল পাঠানো হয়েছে কিন্তু তাদের তরফে কোনও উত্তর মেলেনি। এই যুক্তিতে সন্তুষ্ট হতে পারেননি বিচারপতি সিনহা। নির্দেশে তিনি জানিয়ে দেন, যতদিন না মামলাকারীর বকেয়া মিটিয়ে দেওয়া হচ্ছে, ততদিন ডিএলবির বেতন বন্ধ থাকবে। আগামী ১৬ জানুয়ারি মামলার পরবর্তী শুনানিতে ডিএলবি-কে হাজির হতে হবে। 
3d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা