রাজ্য

বর্ষবরণের দিনও দক্ষিণবঙ্গে শীতের দেখা নেই, নতুন বছরে কেমন থাকবে আবহাওয়া?

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছরের শেষ দিনেও জাঁকিয়ে ঠান্ডা পড়ল না দক্ষিণবঙ্গে। তবে বছরের শুরুতেই পারদ নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ, মঙ্গলবার কলকাতায় তাপমাত্রা সামান্য কমলেও ঠান্ডা সেভাবে অনুভূত হচ্ছে না। তবে রয়েছে হাল্কা শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী দু’দিনে কলকাতায় ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। অন্যদিকে, জেলায় ১০ ডিগ্রির আশপাশে যেতে পারে তাপমাত্রা। আজ থেকে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে উত্তুরে হাওয়া। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে সকালের দিকে হাল্কা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।    
পশ্চিম হিমালয়ে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা হানা দেওয়ার কারণে আপাতত কলকাতা সহ সংলগ্ন দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডা পড়বে না। ৪ জানুয়ারি নাগাদ পশ্চিম হিমালয়ে একটি শক্তিশালী ঝঞ্ঝা আসবে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পশ্চিম হিমালয় এলাকায় ফের তুষারাপত হবে। ঝঞ্ঝা এলেই উত্তুরে হাওয়া কমজোরি হয়ে পড়ে। তখন সর্বনিম্ন তাপমাত্রা বাড়ে। কমে আসে শীতের আমেজ। গোটা শীতকালজুড়ে এই কারণে শীতের মাত্রার ওঠা-নামা চলতেই থাকে।
আজ, মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.৫ ডিগ্রি বেশি। পাশপাশি এদিন সকালে কুয়াশার আধিক্য ছিল বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। আজ, মঙ্গলবার শহরের আকাশ পরিষ্কার থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।
3d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮৮ টাকা৮৬.৬২ টাকা
পাউন্ড১০৫.৬৩ টাকা১০৯.৩৮ টাকা
ইউরো৮৭.২৯ টাকা৯০.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা