রাজ্য

হেমন্তের শপথে বৃহস্পতিবার রাঁচি যাচ্ছেন মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বারাকপুর: দ্বিতীয়বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে বসছেন হেমন্ত সরেন। বৃহস্পতিবার শপথ। অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে ফোন করেছিলেন স্বয়ং হেমন্ত। সেই ডাকে সাড়া দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। এবার রাজভবনের বদলে রাঁচির মোরাবাদি মাঠে আম জনতার সম্মুখে শপথ নেবেন হেমন্ত। বৃহস্পতিবারই বিকেল তিনটে থেকে শুরু হওয়ার কথা শপথ অনুষ্ঠানের। যেখানে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও আরজেডি নেতা তেজস্বী যাদবেরও উপস্থিত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। 
বৃহস্পতিবারই কলকাতা থেকে রাঁচি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান শেষে ওই দিনই তিনি কলকাতায় ফিরবেন বলে জানা গিয়েছে। ঝটিকা সফরে জেএমএম সুপ্রিমো শিবু সরেন তথা গুরুজির সঙ্গে দেখা হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে মমতার। প্রসঙ্গত, বিজেপির চ্যালেঞ্জ উড়িয়ে ঝাড়খণ্ডের মসনদে ফিরে আসার লড়াইয়ে তাঁর পাশে সর্বদা মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন বলে নিজেই জানিয়েছেন হেমন্ত। ফলে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে মমতার উপস্থিতি বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মত ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতৃত্বের। জেএমএম সূত্রে খবর, ইন্ডিয়া ব্লকের সমস্ত মুখ্যমন্ত্রী তথা শীর্ষ নেতৃত্বকে হেমন্তের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এদিন হেমন্ত ছাড়া মন্ত্রিসভার অন্য কোনও সদস্য শপথ নেবেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এদিকে, আজ মঙ্গলবার নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার মন্দিরে পুজো দিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নৈহাটি উপ নির্বাচনে বিপুল জয়ের পর মুখ্যমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সোমবার বড়মা পুজো সমিতির ট্রাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করেন মুখ্যমন্ত্রী নিরাপত্তায় দায়িত্বে থাকা আধিকারিকরা। প্রসঙ্গত, আউটপোস্ট, স্কাইওয়াক এবং ফেরিঘাট বড়মার নামে করার জন্য মন্দির কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে। 
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৪.৪৮ টাকা১০৮.২০ টাকা
ইউরো৮৬.৮২ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা