রাজ্য

‘বাংলার বাড়ি’ প্রকল্পে ভয়েস রেকর্ড করে হবে ‘ডিজিটাল মুচলেকা’

ব্রতীন দাস, জলপাইগুড়ি: ‘বাংলার বাড়ি’ প্রকল্পে একশো শতাংশ স্বচ্ছতা আনতে এবার ‘ডিজিটাল মুচলেকা’। আর এই মুচলেকা গ্রহণের কাজ হবে আঞ্চলিক ভাষাতেই। গোটা রাজ্যে ‘পাইলট প্রজেক্ট’ হিসেবে বেছে নেওয়া হয়েছে জলপাইগুড়িকে। কাজ শুরু হচ্ছে চলতি মাসের শেষ থেকেই। বাংলা, ইংরেজি, হিন্দির পাশাপাশি নেপালি ভাষাতেও ‘সেল্ফ ডিক্লারেশন’ বা ‘মুচলেকা’ দিতে পারবেন আবাসের উপভোক্তারা। এজন্য তৈরি করা হয়েছে নির্দিষ্ট একটি পোর্টাল ও অ্যাপ। যাঁরা স্মার্ট ফোনে সড়গড় নন কিংবা যাঁদের ফোনে ইন্টারনেটের সংযোগ নেই, তাঁদের যাতে ‘মুচলেকা’ দিতে কোনও অসুবিধা না হয়, সেজন্য প্রশাসনের তরফে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প করে আবাসের উপভোক্তাদের কাছ থেকে ওই ‘ডিজিটাল মুচলেকা’ গ্রহণের কাজ হবে। ২৭ অথবা ২৮ নভেম্বর থেকে ওই কাজ শুরু করে দেওয়া হবে বলে জানানো হয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে। 
সোমবার জেলাশাসক শামা পারভীন বলেন, আবাসে ডিজিটাল সেল্ফ ডিক্লারেশনের কাজ পাইলট হিসেবে আমাদের জেলা থেকে শুরু হচ্ছে। উপভোক্তারা আঞ্চলিক ভাষাতেই সেল্ফ ডিক্লারেশন দিতে পারবেন। অতিরিক্ত জেলাশাসক রৌণক আগরওয়াল বলেন, চারটি ভাষা থাকছে। আমরা পঞ্চায়েতস্তরে ক্যাম্প করে ওই ডিক্লারেশন নেওয়ার কাজ করব। 
‘বাংলার বাড়ি’ প্রকল্পে যাতে কোনওরকম অভিযোগ না ওঠে, সেব্যাপারে নিশ্চিত হতেই এই ‘ডিজিটাল মুচলেকা’ নিতে চাইছে রাজ্য। প্রশাসন সূত্রে খবর, এমন হতে পারে, কেউ ‘যোগ্য’ নন, অথচ তাঁর নাম কোনওভাবে আবাসের তালিকায় উঠে গিয়েছে। পরে সেই ব্যক্তি দাবি করলেন, তিনি আবেদন করেননি কিংবা জানেনই না কীভাবে তাঁর নাম উঠল। তেমনটা যাতে না হয়, সেকারণে আবাসের উপভোক্তাদের কাছ থেকে ‘সেল্ফ ডিক্লারেশন’ নেওয়া হবে। এছাড়া এই ‘মুচলেকা’ নেওয়ার আরও একটি কারণ, উপভোক্তাকে দিয়েই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যাচাই এবং আবাসের ঘর পেতে যে ‘কাউকে টাকা দিতে হয়নি’ তাতে নিজেই সম্মতি জানাবেন তিনি। যদি সেই উপভোক্তা মুচলেকার বয়ানের সঙ্গে একমত হতে না পারেন, তাঁর যদি কোনও অভিযোগ থেকে থাকে, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে অভিযোগ জানানোরও ব্যবস্থা থাকছে টোল ফ্রি নম্বরে। উপভোক্তা যদি পড়তে না পারেন, তাহলে তাঁকে ডিক্লারেশনের বয়ান শোনানোর ব্যবস্থা থাকছে পোর্টালে। সেক্ষেত্রে চারটির মধ্যে তিনি যে ভাষায় স্বচ্ছন্দ্য, সেই ভাষাতেই শুনতে পাবেন ‘বাংলার বাড়ি’ পাওয়ার জন্য দেওয়া তাঁর যাবতীয় তথ্য। সবটা শুনে, জেনে-বুঝে তিনি সম্মতি জানিয়ে আধার নম্বর দিলেই সঙ্গে সঙ্গে ওটিপি চলে যাবে উপভোক্তার মোবাইলে। সেই ওটিপি দেওয়ামাত্র সম্পন্ন হবে ‘ডিজিটাল মুচলেকা’ গ্রহণের কাজ। যদি কারও আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক করা না থাকে, তাঁদের জন্য বায়োমেট্রিকের ব্যবস্থা থাকবে। 
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৪.৪৮ টাকা১০৮.২০ টাকা
ইউরো৮৬.৮২ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা