রাজ্য

আর জি কর হাসপাতাল: অভয়া কাণ্ডের আগে ও পরে হওয়া দশটি ময়নাতদন্তের রিপোর্ট তলব সিবিআইয়ের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি করে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের মামলায় ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। সিবিআই তদন্তে নেমে একাধিক ফাঁকফোকর খুঁজে পেয়েছে।  এই ধরনের কেসে কী নিয়ম মেনে চলা হয়, জানতে অভয়া কাণ্ডের আগে ও পরে হওয়া ১০টি ময়নাতদন্তের রিপোর্ট চেয়ে পাঠাল সিবিআই। আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি অন্য সরকারি হাসপাতালে কী পদ্ধতি মানা হয়, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
৯ আগস্ট আর জি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর ওই হাসপাতালেই তাঁর দেহ ময়নাতদন্ত করা হয়। সেই রিপোর্টে উল্লেখ করা হয়, দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। একইসঙ্গে ঘাড়ের কাছে কামড়ানোর দাগের বিষয়টি উল্লেখ করা হয়েছিল। শ্বাসরোধ করে যে তরুণী চিকিৎসককে খুন করা হয়েছে, তাও লেখা হয় রিপোর্টে। চিকিৎসকরা জানান, যৌনাঙ্গে জোরপূর্বক কিছু প্রবেশ করানো হয়েছে। যা ধর্ষণের প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়।  ফরেন্সিক পরীক্ষার রিপোর্টেও একই বিষয়ের কথা জানানো হয়েছিল। কিন্তু রিপোর্টের বেশ কিছু জায়গা নিয়ে ধোঁয়াশা রয়েছে বলে সিবিআই দাবি করে আসছিল। এই নিয়ে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয় ময়নাতদন্তের সময় হাজির থাকা চিকিৎসকদের। তদন্তকারীরা এইমসের বিভিন্ন  ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে আসেন। তার সঙ্গে মিলিয়ে দেখা হয় অভয়ার ময়নাতদন্তের রিপোর্ট। তা বিশ্লেষণ করে তাঁর দেখতে পান, কেন্দ্রীয় হাসপাতালে এই ধরনের রিপোর্টে অনেককিছু বিস্তারিতভাবে বলা হয়। কোনও ধোঁয়াশা থাকে না। একাধিক কলাম থাকে।  সেখানে অভয়ার রিপোর্ট অতটা বিস্তারিত নয়। এইমসের মতো অত কলাম নেই। সেই কারণেই তদন্তকারীরা দেখতে চাইছেন, খুন ও ধর্ষণের মতো মামলায় কীভাবে ময়না তদন্তের রিপোর্ট করা হয় আর জি করে।  তাই হাসপাতালের কাছে  ঘটনার আগে ও পরে মিলিয়ে দশটি রিপোর্ট চাওয়া হয়েছে। হাসপাতালের তরফে সেগুলি পাঠানো হলে তদন্তকারীরা মিলিয়ে দেখবেন একই প্যাটার্ন  ও মান ফলো করা হয়েছে, নাকি অভয়ার ক্ষেত্রে উল্টো পথে হেঁটেছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা। এতে ধোঁয়াশা কেটে যাওয়ার ব্যাপারে আশাবাদী তদন্তকারীরা।
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৪.৪৮ টাকা১০৮.২০ টাকা
ইউরো৮৬.৮২ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা