বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

‘আমাদের কথা তো শুনবেই না!’ দুর্ভোগ অব্যাহত, হতাশ রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসএসকেএমের মেইন বিল্ডিংয়ের সামনে ত্রিপল পেতে বসে রয়েছেন আখতার শাহ ও তাঁর পরিবার। জামাইবাবু গত আটদিন ধরে এখানেই ভর্তি। আখতার বলছিলেন, ‘প্রথম চারদিন ডাক্তারবাবু নিয়মিত এসেছেন। তারপর আর আসছেন না। ডাক্তারবাবুরা নেই শুনছি।’ খেতে কাজ করার সময় বিষধর সাপ কেটেছিল খুশবন্ত খাঁকে। গ্রাম থেকে ভালো চিকিত্সার জন্য শহরে আনা হয়েছিল তাঁকে। রাজ্যের পয়লা নম্বর হাসপাতালে ভর্তি করতে পেরেও স্বস্তি নেই আখতারদের। কেন? ‘পাঁচটা তো বাজতে চলল! কর্মবিরতি উঠল কই? সুপ্রিম কোর্টের কথা শুনছে না। আমাদের কথা তো আরও শুনবে না’... আপন মনে বলতে বলতে চলে গেলেন আখতার। 
মঙ্গলবারের দুপুরে কাঠফাটা রোদ। খালি গায়ে আখতারের পাশেই শুয়ে রয়েছেন বৃদ্ধ গোলফাহান শেখ। মুর্শিদাবাদের বাসিন্দা। কৃষক পরিবারের গোলফাহানের সুগার ধরা পড়েছে। ভালো ডাক্তার দেখাতে পিজির দুয়ারে কড়া নাড়ছেন। সোমবার পরীক্ষার জন্য রক্ত দিয়েছেন। মঙ্গলবার রিপোর্ট নিয়ে চলে যাবেন। কারণ জানিয়ে দেওয়া হয়েছে, এখন ডাক্তার বসবেন না। আবার পরের সপ্তাহে আসতে হবে তাঁকে। অনেক ভেবে বললেন, ‘কর্মবিরতি হলে তো গরিব মানুষদের খুবই অসুবিধা। সুপ্রিম কোর্টের কথা মেনে ওঁরা কর্মবিরতিটা তুলে নিতেই পারতেন।’ একথা বলেই খানিক চুপ করে রইলেন। তারপর বললেন, ‘আমরা বললে কি কোনও কাজ হবে? কে জানে!’ এদিকে সকাল থেকে মহম্মদ আসলামকে নিয়ে এসএসকেএমের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে চলেছেন তাঁর ছেলে। জরুরি বিভাগের পর মেডিসিন বিভাগের ওপিডিতে গেলেন। শেষ পর্যন্ত কোথাওই আর ভর্তি হল না। অ্যাম্বুলেন্সে উঠে পেশায় ঘুড়ির ব্যবসায়ী ছেলে বলছিলেন, ‘বাবার কথা বন্ধ হয়ে গিয়েছে। খাওয়া-দাওয়া করছে না। এখানে নিয়ে এলাম। এখন বলছে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে নিয়ে যেতে।’ ভোগান্তির চিত্র শুধু এসএসকেএমে নেই। হাওয়াই চটির কারখানার শ্রমিক মহম্মদ আলি তাঁর বৃদ্ধ বাবা মহম্মদ সেলিমকে নিয়ে সেই শনিবার থেকে পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজে ঘুরছেন। তাঁর অভিযোগ, ‘সেবার ন্যাশনালে নিয়ে গেলাম। চিকিত্সক পেলাম না। বাইরে দেখালাম। এখন আবার সমস্যা হচ্ছে। তাই এখানে নিয়ে এসেছি। শুনছি তো নাকি সুপ্রিম কোর্ট বলার পরেও কর্মবিরতি উঠছে না। দেখি কী হয়!’
ওপিডির টিকিট কাউন্টার, ওষুধ নেওয়ার লাইন, ডাক্তার দেখানোর লাইন, সর্বত্র উপচে পড়ছে রোগীদের ভিড়। কিন্তু মঙ্গলবার এসএসকেএমে দেখা গেল, অবস্থান মঞ্চের মতো ওপিডি রুমগুলোও ফাঁকা। ওপিডিতে গত এক মাসের রীতি মেনে সেই দু’একজন চিকিত্সক বসেছেন। আর অবস্থান মঞ্চ থেকে আন্দোলনরত চিকিত্সকরা দৌড়েছেন স্বাস্থ্যভবন সাফাই অভিযানে। রোগী ও পরিজনদের প্রশ্ন, ‘সাফাইয়ের কাজ তো চিকিত্সকদের নয়। আমরা সকলে মৃত চিকিত্সকের জন্য বিচার চাই। সুপ্রিম কোর্টের বার্তাও কানে নেবেন না ওঁরা? জানি না। ওঁরা শিক্ষিত। ভালো বুঝবেন নিশ্চয়ই।’
4Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা