বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

জনপ্রতিনিধি ও দলীয় পদাধিকারীদের বার্তা, আর জি কর নিয়ে কেউ কিছু প্রকাশ্যে বলবেন না : মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি করের ঘটনা নিয়ে তৃণমূলের কেউ প্রকাশ্যে মন্তব্যে করছেন, আবার কেউ ফেসবুকে ফলাও করে লিখছেন। সঙ্গে রয়েছে এক্স হ্যান্ডেলে ছবি দিয়ে পোস্ট। অনেক সময় আবার কেউ এমন কিছু বলে ফেলছেন বা সামাজিক মাধ্যমে পোস্ট করছেন, যার জেরে সরকার ও তৃণমূল দলকে চরম অস্বস্তির মুখে পড়তে হচ্ছে। এই অবস্থায় তৃণমূলের সকল জনপ্রতিনিধি ও দলীয় পদাধিকারীর উদ্দেশে কড়া বার্তা দেওয়া হল। নবান্ন সূত্রে খবর, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, আর জি করের ঘটনা নিয়ে প্রকাশ্যে কেউ কিছু বলবেন না। যা বলার আমিই বলব।  বস্তুত, আর জি করের ঘটনা নিয়ে সরকার ও তৃণমূলকে প্রতিদিনই আক্রমণ করছে বিরোধীরা। এমনকী বিরোধীদের লাগাতার আন্দোলনও চলছে। এই অবস্থায় মন্ত্রী, জনপ্রতিনিধি কিংবা দলীয় পদাধিকারীরা বেফাঁস মন্তব্য করে বিরোধীদের হাতে রাজনৈতিক হাতিয়ার যাতে নতুন করে তুলে না দেন, তার জন্য সতর্ক করে দিল শাসক দল। বিশেষ করে এদিন মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের উদ্দেশে স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের রায় কিংবা আর জি করের ঘটনাক্রম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন। তার বাইরে কেউ যেন কিছু না বলে। তবে দলের পক্ষ থেকে কোনও জনপ্রতিনিধি বা পদাধিকারীকে সাংবাদিক বৈঠক করার জন্য অথবা টিভি চ্যানেলের আলোচনায় সভায় পাঠানো হলে তিনিই শুধুমাত্র দলের লাইনে বলবেন।
পাশাপাশি একাধিক বিধায়ক, জেলা সভাপতির কাছে মুখ বন্ধ রাখার বার্তা গিয়েছে তৃণমূলের রাজ্য সদর দপ্তর থেকে। রাজ্যস্তরের এক শীর্ষ নেতা নির্দেশ দিয়েছেন, এখন পরিস্থিতি অন্যরকম। এখন ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। সেইসঙ্গে এটাও স্পষ্টভাবে জনপ্রতিনিধিদের বলা হয়েছে, দল আপনাকে কাউন্সিলার, বিধায়ক, সাংসদ করেছে। এটা বুঝুন। আর এটা যদি না বোঝেন, তাহলে দলের প্রতি কিসের আনুগত্য বা ভালোবাসা! সবটা বুঝে পা ফেলুন।
4Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা