রাজ্য

পুজো মিটলেই ৫৫ হাজার শিক্ষক নিয়োগ
রাজ্যের স্কুলে শূন্যপদ পূরণ ৬ বছর পর 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোনও সরকারি অনুষ্ঠান বা দলীয় সমাবেশ নয়। রাজ্য সরকার এবার দ্রুত শিক্ষক পদ পূরণের প্রতিশ্রুতি দিল খোদ বিধানসভা অধিবেশনে। পুজোর পরেই প্রায় ৫৫ হাজার শিক্ষক নিয়োগ হবে রাজ্যের স্কুলগুলিতে। মঙ্গলবার বিধানসভার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ছ’বছর পর নিয়োগ হতে চলেছে। নতুন নিয়োগবিধিও তৈরি হচ্ছে। আদালতের নির্দেশ অনুযায়ী সব পদক্ষেপ করা হচ্ছে। কোন কোন বিভাগে কত শিক্ষক প্রয়োজন, তা ঠিক করতে সমীক্ষা হবে বলেও জানিয়েছেন ব্রাত্যবাবু। 
আদালতের নির্দেশে ১৮৭ জনকে প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে সরকার। সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদে ওই প্রার্থীদের তথ্য যাচাই এবং ভাইভা হয়েছে। পুজোর আগেই নিয়োগপত্র পেয়ে যাবেন সফলভাবে ঊত্তীর্ণরা। এর সঙ্গেই চলছে নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রস্তুতি। এই নিয়োগ শুরু হবে পুজোর পরে। ওয়াকিবহাল মহলের ধারণা, প্রাথমিক বিদ্যালয় স্তরেই সার্বিক নিয়োগ ২৫ হাজারের কাছাকাছি পৌঁছে যেতে পারে। এর পাশাপাশি রয়েছে উচ্চ প্রাথমিক স্তরে ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদে নিয়োগের বিষয়টি। শিক্ষাদপ্তর সূত্রে খবর, এ সংক্রান্ত মামলা বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে ওঠার কথা ছিল। তবে ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত তিনি এজলাসে বসবেন না জেনে কমিশন মামলাটি বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে ‘মেনশন’ করার চেষ্টা করে। ওই বিচারপতি বলেন, আগামী সপ্তাহে সুব্রত তালুকদার না বসলে আমার কাছে আসবেন। ২৬ সেপ্টেম্বর ফের মামলাটি ‘মেনশন’ করবে কমিশন। সেদিন বিচারপতি তালুকদার মামলাটি শোনেন কি না, সেদিকে তাকিয়ে রয়েছেন চাকরিপ্রার্থীরা। এক্ষেত্রে আদালতের নির্দেশ গুরুত্বপূর্ণ কেন? ইন্টারভিউয়ে ডাক না পাওয়া এবং পরে যোগ্য বলে বিবেচিত ১,৫৮৫ জন উচ্চ-প্রাথমিক শিক্ষক পদপ্রার্থী রয়েছেন। আদালতের নির্দেশক্রমে তাঁদের ইন্টারভিউ নেবে কমিশন। আদালতে জমা দেওয়া এফিডেভিটে কমিশন জানিয়েছে, ওই প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার সাত দিন আগে বিজ্ঞপ্তি দিতে হবে। ইন্টারভিউ শেষ করতে ছ’ থেকে আটটি কাজের দিন লাগবে। এই কাজ শেষ হয়ে যাওয়ার পর আদালত কোনও আপত্তি না করলে ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদে নিয়োগে আর কোনও বাধা থাকবে না। এরপরও বাকি থাকছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগের বিষয়টি। তার আগে রয়েছে প্রধান শিক্ষক নিয়োগ। সব মিলিয়ে প্রায় ৫৫ হাজার ছুঁয়ে ফেলবে নিয়োগের সংখ্যা। 
25Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে তীর্থ ভ্রমণের সম্ভাবনা, ৪৫ ঊর্ধ্বে যাঁদের সুগার ও প্রেশার আছে তাঁরা একটু বেশি সতর্ক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৬.৮৫ টাকা১১০.৬১ টাকা
ইউরো৮৯.০৪ টাকা৯২.৪৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা