বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

গান স্যালুটে সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে শেষ বিদায়, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভালোবাসার দিনের পরেই বিশ্বজোড়া বাঙালির জন্য মন খারাপ করা খবর। শনিবার সকালে চির ঘুমের দেশে পাড়ি দিয়েছেন সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলার শিল্পীমহল। দিনভর বিভিন্ন পেশার মানুষের থেকে এসেছে শোকবার্তা। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শিল্পীর চলে যাওয়াতে শোকার্ত।
শনিবার বিকেলে গান স্যালুটে শেষ বিদায় জানানো হল প্রতুল মুখোপাধ্যায়কে। হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন বিকেল ৪টে নাগাদ রবীন্দ্রসদনে আনা হয় শিল্পীর নিথর দেহ। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। তাঁর বিদায় অনুষ্ঠানে আবেগতাড়িত হয়ে পড়েন মুখ্যমন্ত্রীও। তিনি বলেন, ‘সকাল থেকে আমি নিজেকে সামলাতে পারছিলাম না। অনেকক্ষণ ধরে কিছু বলতে পারিনি। অতি পরিচিত কেউ মারা গেলেও আমি মৃত্যুর পর তাঁদের মুখ দেখি না। জীবিত মুখটাকেই আমার স্মৃতিতে ধরে রাখতে চাই। কিন্তু প্রতুলদার বিষয়টা আলাদা। আমাকে এখানে আসতেই হত।’
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন প্রতুল মুখোপাধ্যায়। অন্ত্রে অপারশেন হওয়ার পর হৃদরোগে আক্রান্ত হন সঙ্গীত শিল্পী। গত সোমবার থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরিস্থিতি বুঝে এই প্রবীণ শিল্পীকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে তাঁর চিকিৎসার জন্য সবরকম ব্যবস্থা করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। এমনকী দিন দুই আগে প্রতুল মুখোপাধ্যায়কে দেখতে হাসপাতালেও গিয়েছিলেন তিনি। তবে সব চেষ্টাই ব্যর্থ করে দিলেন ‘আমি বাংলায় গান গাই’-এর স্রষ্টা।
আজ রবীন্দ্রসদন থেকে সঙ্গীত শিল্পীর দেহ ফিরিয়ে আনা হবে এসএসকেএম হাসপাতালে। সেখানেই সম্পন্ন হবে দেহ এবং চক্ষু দানের যাবতীয় প্রক্রিয়া।
4d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির স্বাস্থ্য সমস্যায় বিশেষ সতর্কতা প্রয়োজন। পেশাদারি কাজকর্মে হঠাৎ বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.৮২ টাকা
পাউন্ড১০৭.৭৪ টাকা১১১.৫১ টাকা
ইউরো৮৯.৩২ টাকা৯২.৭২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা