বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

আজ শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি, মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড ,বাবর-উইলিয়ামসন দ্বৈরথ ঘিরে পারদ চড়ছে করাচিতে

করাচি: অপেক্ষার অবসান। নিরাপত্তা, প্রস্তুতি আর আয়োজন নিয়ে রকমারি জল্পনাও আপাতত পিছনের সারিতে। আট বছর পর চ্যাম্পিয়ন্স লিগের প্রত্যাবর্তন ঘটতে চলেছে বুধবার। সেটাও ২০১৭ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানের মাটিতে। ২৯ বছর লেগে গেল ওয়াঘার ওপারে কোনও আইসিসি ইভেন্ট আয়োজনে। হ্যাঁ, প্রায় তিন দশক পর এদেশে বসতে চলেছে ব্যাট-বলে এমন মহাযুদ্ধের আসর। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। উদ্বোধনী ম্যাচে পাকিস্তান মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ডের। গ্রুপ ‘এ’তেই রয়েছে ভারত ও বাংলাদেশ। তারা আবার বৃহস্পতিবার দুবাইয়ে খেলবে। একমাত্র টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচ খেলতে পাকিস্তানে আসছে না। নিরাপত্তাজনিত কারণে দুবাইয়েই গ্রুপের তিনটি ম্যাচ খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।  
তাৎপর্যের হল, বুধবারের ম্যাচ পাকিস্তানের ঘরের মাঠে ঠিকই, তবে নিউজিল্যান্ডও এই কন্ডিশনের সঙ্গে দারুণভাবে পরিচিত। ২০২৩ সাল থেকে এখনও পর্যন্ত করাচির ন্যাশনাল স্টেডিয়ামে সাতটি একদিনের ম্যাচ খেলেছে কিউয়িরা। ফলে ‘হোম অ্যাডভান্টেজ’ মোটেই মহম্মদ রিজওয়ানরা পাচ্ছেন না। টসও তেমন গুরুত্বপূর্ণ দেখাচ্ছে না। এই মাঠে শেষ আটটি ম্যাচের মধ্যে প্রথমে ব্যাটিং করা দল জিতেছে চারটিতে। বাকি চারটিতে জয়ী রান তাড়া করা দল। তবে এই মাঠে রান বরাবরই বেশি ওঠে। ফলে দর্শকদের চার-ছয়ের ধুন্ধুমার দেখার সম্ভাবনা থাকছে। প্রথমে ব্যাট করলে গড় রানও তিনশোর ধারেকাছে, ২৮৯। তাই যে দলই শুরুতে ব্যাট হাতে ক্রিজে যাক না কেন, বিনোদন নিশ্চিত।
চোট-আঘাত সমস্যা অবশ্য ব্ল্যাক ক্যাপসদের সঙ্গী। আগেই ছিটকে গিয়েছিলেন পেসার বেন সিয়ার্স। প্রতিযোগিতা শুরুর ঠিক আগে লকি ফার্গুসনও বাইরে চলে গেলেন। পরিবর্তে স্কোয়াডে এসেছেন কাইল জেমিসন। পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘকায় পেসার সম্ভবত খেলবেনও। তবে রাচীন রবীন্দ্রকে নিয়ে অনিশ্চয়তা থাকছে। গত ৮ ফেব্রুয়ারি লাহোরে পাকিস্তানের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ফিল্ডিংয়ের সময় ক্যাচ ধরতে গিয়ে মাথায় বল লাগে তাঁর। বেশ কয়েকটি সেলাই হয় রক্তাক্ত রাচীনের। এরই মধ্যে লাহোরের হাসপাতাল থেকে চুরি যায় তাঁর আইফোন। তবে পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য তাঁকে ফিট ঘোষণা করা হয়েছে। অনুশীলনও করেছেন তিনি। 
মিচেল স্যান্টনারের দল ব্যাটিংয়ের জন্য নির্ভর করছে কেন উইলিয়ামসনের দিকে। ফর্মেও আছেন তিনি। ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, টম লাথামরাও রয়েছেন ব্যাটিং বিভাগে। পাকিস্তান আবার বড় স্কোরের জন্য বাবর আজম, ফখর জামানদের দিকে তাকিয়ে। অর্থাৎ, দ্বৈরথে উইলিয়ামসন ও বাবর। পেস বিভাগে শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফরা রয়েছেন। লেগস্পিনার আব্রার আহমেদও তাদের বড় অস্ত্র। ট্রেন্ট বোল্ট, টিম সাউদির অনুপস্থিতিতে কিউয়ি বোলিং নির্ভর করছে ম্যাট হেনরি, উইল ও’রৌরকির উপর। স্পিন বিভাগে ক্যাপ্টেন স্যান্টনারের সঙ্গী গ্লেন ফিলিপস।
ম্যাচ শুরু দুপুর ২-৩০ মিনিটে। 
সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস চ্যানেলে।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১১ টাকা৮৭.৮৫ টাকা
পাউন্ড১০৭.৮৫ টাকা১১১.৬২ টাকা
ইউরো৮৯.২২ টাকা৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা