বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

তদন্তের নথি পেতে সন্দীপদের নিম্ন আদালতে আবেদন করতে হবে: হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি কলকাতা: আর জি করের আর্থিক দুর্নীতি মামলার তদন্তে উঠে আসা নির্ভরযোগ্য নথি পেতে সন্দীপ ঘোষদের নিম্ন আদালতের দ্বারস্থ হতে বলল হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ জানায়, ২৪ ফেব্রুয়ারির মধ্যে ওই সংক্রান্ত নথি চেয়ে অভিযুক্তেরা আবেদন করতে পারবেন। নিম্ন আদালত ওই আবেদন বিবেচনা করে নির্দেশ দেবে। হাইকোর্ট জানায়, এইসময়ের মধ্যে দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া নিম্ন আদালত চালিয়ে নিয়ে যেতে পারবে। আপাতত তাতে হস্তক্ষেপ করা হবে না। ৩ মার্চের মধ্যে অভিযুক্তদের নথি নিরীক্ষণের কাজ শেষ করতে হবে। 
আর জি কর দুর্নীতি মামলায় সিবিআইয়ের নথি পেতে সন্দীপ ঘোষ-সহ পাঁচ অভিযুক্ত হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। মঙ্গলবার শুনানিতে সিবিআইয়ের আইনজীবী তথা কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার জানান, আদালতের নির্দেশ মেনে পর্যাপ্ত নথি দেওয়া হয়েছে। তার বিরোধিতা করে সন্দীপের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, সব নথি হাতে পাননি তাঁরা। শুধুমাত্র তদন্ত সূত্র সংক্রান্ত নথিই দেওয়া হয়েছে তাঁদের। সিবিআইয়ের আইনজীবী পাল্টা জানান, তদন্ত চলছে। এই অবস্থায় নির্ভরযোগ্য কোনও তথ্য বা নথি তাঁদের হাতে দেওয়া সম্ভব নয়। তাতে তদন্তে প্রভাব পড়তে পারে। সিবিআইয়ের ওই সওয়াল শুনে হাইকোর্ট জানায়, নির্ভরযোগ্য নথি দেওয়ার ব্যাপারে নিম্ন আদালতই সিদ্ধান্ত নেবে।
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা