বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

দিল্লির মতো কম্পনেও কলকাতায় বড় ক্ষতির শঙ্কা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার খুব ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪। এই তীব্রতা খুব বেশি না হলেও ভূমিকম্পের উৎসস্থল বা এপিসেন্টার দিল্লির কাছাকাছি হওয়ায় এবং গভীরতা কম হওয়ায় কম্পন ভালোমতোই অনুভূত হয়েছে দেশের রাজধানীতে। দিল্লির যখন এই অবস্থা, তখন কলকাতা নিয়েও সিঁদুরে মেঘ দেখছেন ভূ-বিশেষজ্ঞরা। কোন এলাকা কতটা ভূমিকম্প প্রবণ এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা কতটা, তার নিরিখে যে শ্রেণিবিন্যাস রয়েছে, তাতে দিল্লি ও কলকাতা অবস্থান একই জায়গায়। দু’টি শহরই ৪ নম্বর ‘সিসমিক জোন’-এ রয়েছে। ৫ নম্বর ‘সিসমিক জোন’-কে এক্ষেত্রে সবথেকে আশঙ্কাজনক বলে ধরা হয়। ভূ-বিশেষজ্ঞরা বলছেন, দিল্লি সংলগ্ন এলাকায় ভূগর্ভে ‘চ্যুতি’ বা ‘ফল্ট’ রয়েছে। তাই ভূমিকম্পের আশঙ্কা তুলনামূলক বেশি। একইভাবে পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন এলাকা, লাগোয়া ঝাড়খণ্ড এবং বাংলাদেশের ভূগর্ভেও এরকম ‘ফল্ট’ রয়েছে। তাই এখানেও বড় ধরনের ভূমিকম্প যে কোনও সময় হতে পারে। 
কিন্ত ৪ তীব্রতার ভূকম্পের এপিসেন্টার কলকাতার কাছাকাছি হলে দিল্লির তুলনায় কম্পনের মাত্রা ও ক্ষয়ক্ষতি অনেকটাই বেশি হতো বলে মনে করেন বিশেষজ্ঞরা। জিএসআইয়ের অবসরপ্রাপ্ত ডিরেক্টর শিখেন্দ্র দে’র কথায়, ‘দিল্লির মাটি পাথুরে হওয়ায় ভূগর্ভে তৈরি হওয়া কম্পন প্রতিহত করতে তা অনেকটা সহায়ক হয়েছে। কিন্তু কলকাতা ও সংলগ্ন এলাকায় ভূগর্ভের মাটি পাথুরে নয়। পলি ও বালির পরিমাণ বেশি। তাই ভূমিকম্প হলে ক্ষতির আশঙ্কা বেশি থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় ৪-৫ মাত্রার ভূমিকম্পের এপিসেন্টার হলেই বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।’ অতীত ঘেঁটে বিশেষজ্ঞরা জেনেছেন, অষ্টাদশ শতাব্দীতে দিল্লিতে সম্ভবত ৬ তীব্রতার ভূমিকম্প হয়েছিল। কলকাতার ইতিহাসে অবশ্য বড় ধরনের ভূমিকম্পের সেরকম নজির নেই। তবে সেই আশঙ্কা যে নেই, তা নিশ্চিত করে বলতে পারছেন না বিশেষজ্ঞরা। তাই সতর্ক থাকা এবং বহুতল নির্মাণের সময় ভুমিকম্প প্রতিরোধী ব্যবস্থা রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। 
দেশের হিমালয় ও সংলগ্ন এলাকায় ভূমিকম্পের প্রবণতা বেশি। এসব এলাকা  ৫ নম্বর ‘সিসমিক জোন’-এ অবস্থিত। উত্তরাখণ্ড, কাশ্মীর, অসম সহ উত্তর-পূর্ব ভারত, সিকিম, অসম, নেপাল ৫ নম্বর জোনে অবস্থিত। গুজরাতের কিছু অংশও এই জোনে পড়ে। ভূগর্ভে যুগ যুগ ধরে ইউরেশিয়ান ও ইন্ডিয়ান প্লেটের সংঘাতের জেরেই এসব এলাকা বেশি ভূমিকম্প প্রবণ। এই সংঘাতের পরোক্ষ প্রভাবেই পশ্চিমবঙ্গ সহ দেশের অনেক জায়গায় ভূগর্ভে ফাটল বা চ্যুতি তৈরি হয়েছে। সেখানেও সংঘাতের প্রক্রিয়া চলার জন্য ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বলে জানাচ্ছেন ভূ-বিশেষজ্ঞরা।
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা