বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

সিসি ক্যামেরার লাইন কেটে বৃদ্ধার ফ্ল্যাটে ঢোকে দুষ্কৃতীরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একেবারে আটঘাঁট বেঁধে ‘নিখুঁত’ অপারেশন! সেন্ট্রাল অ্যাভিনিউর যে আবাসনে দুঃসাহসিক লুট হয়েছে, সেখানকার সিসি ক্যামেরার ফুটেজই পাচ্ছে না পুলিস। এর পিছনেও রয়েছে দুষ্কৃতীদের কারসাজি! বিডন স্ট্রিট ও সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিংয়ে অবস্থিত ওই আবাসনের সমস্ত সিসি ক্যামেরার সংযোগ কেটে দেয় তারা। তারপর একাকী বৃদ্ধার ফ্ল্যাটে হানা দেয়। কোনও ফুটেজ না থাকায় অভিযুক্তদের চিহ্নিত করতে রীতিমতো কালঘাম ছুটছে বড়তলা থানার তদন্তকারী আধিকারিকদের। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তারও করতে পারেননি তাঁরা। 
বুধবার রাতে বড়তলা থানা এলাকায় এই লুটপাটের ঘটনা ঘটে। বৃদ্ধাকে মারধর করে তাঁর বাড়ির পরিচারিকা ও আবাসনের কেয়ারটেকারকে ছুরি দেখিয়ে গয়না ও নগদ সহ ৩০ লক্ষাধিক মূল্যের সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তদন্তে নেমে পুলিস সন্দেহভাজন হিসেবে কেয়ারটেকার ও পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তেমন কোনও ‘ক্লু’ মেলেনি, যার সূত্র ধরে অভিযুক্তদের হদিশ পেতে পারে পুলিস। এরপরই ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করতে যায় পুলিস। আবাসনের মোট চার জায়গায় সিসি ক্যামেরা বসানো রয়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে আবাসনে ঢোকার মূল প্রবেশদ্বারে কয়েক মিটারের মধ্যেই দু’টি ক্যামেরা রয়েছে। সেই ক্যামেরায় বুধবার মধ্যরাতের ফুটেজে দুই দুষ্কৃতীকে দেখা যায়। পুলিস জানিয়েছে, তাদের মাথা ও মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। খোলা ছিল শুধুমাত্র চোখ। তারপর ওই দু’জন সিসি ক্যামেরার তার কেটে দেয়। এরপর সোজা চলে যায় আবাসনে অবস্থিত সিসি ক্যামেরা কন্ট্রোল রুমে। সেখান থেকে সবক’টি ক্যামেরা ‘অফ’ করে দেওয়া হয়। পরবর্তী আধঘণ্টায় দুষ্কৃতীরা বৃদ্ধার আলমারির লকার ফাঁকা করে দেয়। যেভাবে ক্যামেরা বিকল করে ‘অপারেশন’ করা হয়েছে, তাতে পুলিস নিশ্চিত যে এই ঘটনা পূর্বপরিকল্পিত। আগেই ঘটনাস্থল রেকি করে গিয়েছে দুষ্কৃতীরা। তা নাহলে আবাসনের ক্যামেরা কন্ট্রোল রুম কোথায়, তা চটজলদি জেনে ফেলা তাদের পক্ষে সম্ভব হতো না। 
তদন্তে নেমে পুলিস ওই বাড়ি থেকে দু’টি জামা বাজেয়াপ্ত করেছে। তাদের দাবি, ওই দু’টি জামা দুষ্কৃতীদেরই। ওই জামা পরে তারা আবাসনে ঢোকে। কিন্তু বেরনোর সময় পুলিসের চোখে ধুলো দিতে তারা জামা বদলে নেয়। এর ফলে দুষ্কৃতীদের শনাক্ত করতে আরও বেকায়দায় পড়েছেন তদন্তকারীরা।-ফাইল চিত্র
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শাস্ত্র অধ্যয়নে গতি বৃদ্ধি ও পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮৫.৮৩ টাকা ৮৭.৫৭ টাকা
পাউন্ড ১০৭.৩৭ টাকা ১১১.১৪ টাকা
ইউরো ৮৮.৭৮ টাকা ৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা