বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

প্রথম পর্যায়ে মেরামত হবে সেতুর উপরের অংশে, বরাদ্দ ৮০ লক্ষ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘকাল ধরেই চেতলা ব্রিজের হাল খারাপ। এবার মেরামত শুরু হল। প্রথম ধাপে সেতুর উপরের অংশের মেরামতের কাজ (রেট্রোফিটিং) হচ্ছে। দ্বিতীয় ধাপে হবে সেতুর নীচের অংশ মেরামত। এই কাজে বরাদ্দ ধরা হয়েছে ৮০ লক্ষ টাকা।
ইতিমধ্যেই চেতলা সেতুর ফুটপাতের মেরামতের কাজ হয়েছে। নতুন রেলিং বসেছে। এখন ব্রিজের মাঝামাঝি অংশের সংযোগস্থলগুলি মেরামত হচ্ছে। জায়গাগুলির কিছু অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়েছিল। তা সারানো হচ্ছে। এরপর সেতুর উপরিভাগের রাস্তা নতুন করে তৈরি হবে। কেএমডিএ’র এক আধিকারিক বলেন, পরীক্ষা করে দেখা গিয়েছে, বর্তমানে সেতুর উপরে থাকা রাস্তার পিচের আস্তরণের কারণে ব্রিজের উপর অতিরিক্ত চাপ পড়ছে। তাই পুরনো আস্তরণ উঠিয়ে নতুন করে পিচের প্রলেপ দেওয়া হবে। এই কাজ এমনভাবে হবে যাতে সেতুর উপর বাড়তি ভার না পড়ে। কেএমডিএ জানিয়েছে, সেতু মেরামতির জন্য রাস্তা বন্ধ রাখা হয়নি। এই ব্রিজ শহরের গুরুত্বপূর্ণ পথ। ফলে ছোট এবং বড় গাড়ি চলছে। কিন্তু মেরামতের জন্য ব্রিজের রাস্তা অপরিসর হয়ে গিয়েছে। তাই বাস যাতায়াত আপাতত বন্ধ। কেএমডিএ’র ওই আধিকারিক বলেন, এরপর সেতুর নীচের অংশ সংস্কার হবে। দু’ভাগে কাজ হলে ব্রিজ মজবুত হবে। আগামী কয়েক দশকের জন্য চিন্তা থাকবে না। তবে কালীঘাট সেতু নিয়ে এখনও জটিলতা কাটেনি। ওই ব্রিজের স্বাস্থ্যও ভালো নয়। তবে যেহেতু সেই সেতু ‘ভিভিআইপি’ পথ, তাই প্রশাসনের শীর্ষ মহলের সবুজ সঙ্কেত না মিললে কালীঘাট ব্রিজের মেরামতির কাজে হাত দেওয়া যাচ্ছে না। 
12h 12m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ  সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.৭৭ টাকা
পাউন্ড১০৭.২৮ টাকা১১১.০৪ টাকা
ইউরো৮৯.২২ টাকা৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা