বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

বিধায়কদের তরফে এলাকাভিত্তিক নামের প্রস্তাব পেশ, তুমুল চর্চা তৃণমূলের অন্দরে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ব্লক ও ওয়ার্ড ভিত্তিক নামের তালিকা জমা দিচ্ছেন বিধায়করা। যেসব আসনে তৃণমূলের বিধায়ক নেই, সেখানে জেলা সভাপতিরা এই তালিকা জমা দিচ্ছেন। এনিয়েই তৃণমূলের অন্দরে জোর গুঞ্জন এখন—সর্বোচ্চ নেত্রী কী সিদ্ধান্ত নেবেন? কাদের বদল করা হবে, কারা নতুন দায়িত্ব পাবেন, কারা আগের পদে থাকবেন? তবে রাজ্য স্তরের কোনও নেতাই দায়িত্বের সঙ্গে বলতে পারছেন না যে, তৃণমূলের সাংগঠনিক পরিকাঠামোয় কতটা বদল আসবে।
গত ১০ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের একাধিক নির্দেশ দিয়েছেন নেত্রী। তাতে বিধায়কদের উদ্দেশে বলা হয়েছে, ২৫ ফেব্রুয়ারির মধ্যে ব্লক ও ওয়ার্ড ভিত্তিক নামের তালিকা তাঁদের জমা দিতে হবে। যেখানে প্রয়োজন মনে করবেন বিধায়করা, সেখানকার জন্যই নামের তালিকা জমা দেবেন তাঁরা। তালিকা পাঠাতে হবে মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে। 
দলীয় সূত্রে খবর, দুই ২৪ পরগনা, বর্ধমান, মেদিনীপুরসহ কয়েকটি জেলার বিধায়করা এই নামের তালিকা ইতিমধ্যেই জমা দিয়েছেন। আর তা নিয়েই জোর চর্চা চলছে এখন তৃণমূল কংগ্রেসের অন্দরে। এই তালিকাগুলির পুরোটাই মান্যতা পাবে এমনও নয়। নিজস্ব ‘সোর্স’ মারফত বিভিন্ন এলাকা থেকে খবর নেবেন তিনি। তার ভিত্তিতেই সবদিক বিচার বিশ্লেষণ করে কোনও জায়গায় অদলবদলের প্রয়োজন থাকলে, তা তিনি নিজেই করবেন। অর্থাৎ সব তালিকা পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তৃণমূল সুপ্রিমো স্বয়ং। বিভিন্ন জেলা তৃণমূলের জিজ্ঞাসা, শেষমেশ রদবদল কিছু হলে সেই তালিকা কবে প্রকাশিত হবে? তবে মার্চ-এপ্রিল নাগাদ ঘোষণা তা হতে পারেই অনুমান অনেকের।
12h 12m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ  সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.৭৭ টাকা
পাউন্ড১০৭.২৮ টাকা১১১.০৪ টাকা
ইউরো৮৯.২২ টাকা৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা