বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

শিশুর বাবাকে দিয়ে বমি পরিষ্কার করালেন ডাক্তার, ফের বিতর্কে শান্তিপুর হাসপাতাল

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: রাত হয়ে গিয়েছে। একরত্তি মেয়ের গা পুড়ে যাচ্ছে জ্বরে। ভরসা ছিল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি। ডিউটিতে তখন চিকিৎসক তন্ময় সরকার। চিকিৎসা চলাকালীন হাসপাতালের মেঝেতে বমি করে ফেলেছিল শিশুটি। ইমার্জেন্সি বিভাগে এমন ঘটনা আদৌ অস্বাভাবিক নয়। কিন্তু তারপর যা ঘটল, সেটা কোনওমতেই স্বাভাবিক নয়। মেয়েটির বাবাকে দিয়েই সেই বমি পরিষ্কার করালেন কর্তব্যরত চিকিৎসক। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে হাসপাতাল সুপার তারক বর্মণের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই শিশুকন্যার বাবা। তার ভিত্তিতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। গোটা ঘটনায় ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে নদীয়ার এই স্টেট জেনারেল হাসপাতাল। কিছুদিন আগে এখানে মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল স্বয়ং সুপারের বিরুদ্ধে। তারপর এহেন অমানবিক ঘটনা!
হাসপাতাল সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। শান্তিপুর থানা এলাকার হরিপুর মেলার মাঠ এলাকার বাসিন্দা সমীর শীলের পাঁচ বছরের মেয়ে জ্বর এবং অন্যান্য শারীরিক সমস্যায় কাবু হয়ে পড়েছিল। তাকে নিয়ে স্টেট জেনারেল হাসপাতালে এসেছিলেন সমীরবাবু। অভিযোগ, চিকিৎসার পর মেয়েকে নিয়ে যখন তিনি বেরিয়ে যাচ্ছেন, তখন তাঁকে মেয়ের করা বমি পরিষ্কার করে দিয়ে যেতে বলেন কর্তব্যরত চিকিৎসক। সাফাইকর্মীর পরিবর্তে কেন তিনি পরিষ্কার করবেন? পাল্টা প্রশ্ন করেন সমীরবাবু। উত্তরে চিকিৎসক সটান জানিয়ে দেন, ‘হাসপাতালে সাফাইকর্মী নেই। যেহেতু আপনার মেয়ে বমি করেছে, তাই আপনাকেই পরিষ্কার করে দিতে হবে।’ এরপর সমীরবাবুকে সেই বমি পরিষ্কার করতে একপ্রকার বাধ্য করা হয়। এদিন তিনি বলেন, ‘আমার পাঁচ বছরের মেয়েটা তখন জ্বরে কাবু। আমি তাকে ছেড়ে কীভাবে বমি পরিষ্কার করতে যেতে পারি? এটা অমানবিক নয়! আমি চাই এরকম ঘটনা যেন আর কোনও বাবার সঙ্গে না ঘটে।’
এই অভিযোগ পাওয়ার পরেই তদন্ত কমিটি গঠনে উদ্যোগী হন হাসপাতাল সুপার তারক বর্মণ। এদিন তিনি বলেন, ‘আমি একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে বিষয়টি। সবকিছুই মানবিকতার সঙ্গে দেখতে হবে।’ যদিও বমি পরিষ্কার করার জন্য জোর করেননি বলেই দাবি অভিযুক্ত চিকিৎসক তন্ময় সরকারের। তাঁর কথায়, ‘উনি নিজেই বলেছিলেন বমি পরিষ্কার করে দেবেন। আমি অনুরোধ করেছিলাম, কারণ রাতে হাসপাতালে সাফাইকর্মী ছিলেন না। আমি খানিকটা তুলো দিয়েছিলাম ওঁর হাতে। এটা নিয়ে যদি উনি অভিযোগ করেন, তাহলে আর কী করা যেতে পারে!’
গোটা ঘটনায় স্বাস্থ্যদপ্তর রিপোর্ট তলব করেছে বলেও সূত্রের খবর। যদিও সেই বিষয়টি নিয়ে ‘জানি না’ বলেই মন্তব্য করেছেন নদীয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষচন্দ্র দাস। তিনি বলেন, ‘আমি একটি তদন্ত কমিটি ইতিমধ্যেই গড়ে দিয়েছি। তারা বিষয়টি নিয়ে তদন্ত করছে। দ্রুত রিপোর্ট দিতেও বলা হয়েছে। ’
12h 12m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ  সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.৭৭ টাকা
পাউন্ড১০৭.২৮ টাকা১১১.০৪ টাকা
ইউরো৮৯.২২ টাকা৯২.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা