বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

রাজ্য সচিবালয়ে ক্লার্ক থেকে ডেপুটি সেক্রেটারি উন্নীতদের স্পোকেন ইংলিশ প্রশিক্ষণের ব্যবস্থা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের সচিবালয়ে করণিক থেকে পদোন্নতির মাধ্যমে ডেপুটি সেক্রেটারি হওয়া আধিকারিকদের স্পোকেন ইংলিশে গ্রুপ ডিসকাশনের প্রশিক্ষণে অংশ নিতে হচ্ছে। রাজ্য সরকারের নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রে ডেপুটি সেক্রেটারি পদে উন্নীত বিভিন্ন দপ্তরের ৩০ জন আধিকারিকের ফেব্রুয়ারিতে সাতদিনের প্রশিক্ষণের কর্মসূচি  প্রকাশ করেছে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর। এই প্রশিক্ষণ পর্বের মধ্যে গোটা একটি দিন স্পোকেন ইংলিশে গ্রুপ ডিসকাশনের জন্য নির্দিষ্ট করা হয়েছে। সেখানে অর্ধদিবস নির্দিষ্ট করা হয়ছে ই-অফিসসহ  কম্পিউটার প্রশিক্ষণের উপর। সাতদিনের প্রশিক্ষণ কর্মসূচিতে আছে রিপোর্ট লেখাসহ সরকারি কাজকর্ম সংক্রান্ত বিভিন্ন বিষয়। 
পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে সচিবালয়ের কোনও দপ্তরে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (এলডিএ) পদে যোগ দেওয়া একজন কর্মীকে একাধিক স্তরে পদোন্নতি পেয়ে ডেপুটি সেক্রেটারি পর্যায়ে আসতে সাধারণত ২০ বছরের বেশি সময় লেগে যায়। সরকারি কাজকর্মে অভিজ্ঞ এই ধরনের কর্মীদের পদোন্নতির পর এখন বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই প্রশিক্ষণে ইংরেজির উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। পিএসসি পরীক্ষায় সফল হয়ে এলডিএ পদে যোগ দেওয়ার পরেও প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রে কয়েকদিনের প্রশিক্ষণ নিতে হয়। তারপর প্রতিটি পদোন্নতির পর প্রশিক্ষণ নিতে হয় তাঁদের। সব প্রশিক্ষণেই অন্যতম বিষয় থাকে ইংরেজি। আধিকারিক পর্যায়ে গেলে স্পোকেন ইংলিশের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কাজের জন্য। সচিবালয়ে আধিকারিক পর্যায়ে নতুন পদ সৃষ্টি করে এখন পদোন্নতির সুযোগ বৃদ্ধি করা হয়েছে। একজন কর্মী এলডিএ হিসেবে যোগ দিয়ে এখন অতিরিক্ত সচিব পর্যায়ে যেতে পারেন। আগে তাঁরা যুগ্মসচিব পর্যন্ত হতে পারতেন। তবে ডিরেক্টরেট ও আঞ্চলিক পর্যায়ের অফিসে কর্মীদের পদোন্নতির সুযোগ এখনও খুবই কম। অভিযোগ সংশ্লিষ্ট কর্মী মহলের। দুটি স্তরে পদোন্নতি হলেও কোনওরকম বিশেষ প্রশিক্ষণ তাঁদের হয় না। 
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নিজের বা পরিবারের কারও আকস্মিক রোগবৃদ্ধিতে বিচলিত হতে পারেন। কাজকর্ম কমবেশি এগবে। মানসিক  বিক্ষিপ্ততা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৩ টাকা৮৭.৬৭ টাকা
পাউন্ড১০৫.৪১ টাকা১০৯.১৩ টাকা
ইউরো৮৭.৭৪ টাকা৯১.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা