বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

স্ক্রু খুলে নাগরদোলা থেকে পড়ে  মৃত্যু কিশোরীর, গ্রেপ্তার মালিক

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আনন্দের মুহূর্ত নিমেষে বদলে গেল বিষাদে। নাগরদোলা থেকে নীচে পড়ে মৃত্যু হল এক একাদশ শ্রেণীর ছাত্রীর। মঙ্গলবার রাতে গোসাবার কুমিরমারির এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নাগরদোলা মালিককে। ধৃতের নাম অমল বৈদ্য। এই ঘটনার জেরে মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় পঞ্চায়েত।
জানা গিয়েছে, এই পঞ্চায়েত এলাকার মানাকিপাড়া গ্রামে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। গত পাঁচ দিন ধরে তা চলছে। তার পাশেই বসেছিল মেলা। মঙ্গলবার সেখানকার এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি চলে যাওয়ার পরই এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই রাতে দুই কাকিমাকে নিয়ে সায়ন্তনী মণ্ডল নামে ওই কিশোরী নাগরদোলায় উঠেছিল। কয়েক মিনিট বাদেই হঠাৎ উপর থেকে নীচে পড়ে যায় সায়ন্তনী। তার দুই কাকিমা কোনওমতে কিছুক্ষণ ঝুলতে থাকলেও, তাঁরাও নীচে পড়েন। দুর্ঘটনার পর মেলায় উপস্থিত সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করে দেয়। এরপর পঞ্চায়েতের উদ্যোগে দ্রুত আহত ওই ছাত্রীকে স্পিডবোটে করে ধামাখালি জেটিঘাট নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। কিন্তু গভীর রাতে মৃত্যু হয় সায়ন্তনীর। তার মাথায় ও ঘাড়ে গুরুতর চোট লেগেছিল। সেখান থেকেই মৃত্যু হয়েছে।
পুলিসের তদন্তে জানা গিয়েছে, নাগরদোলার যে খাঁচায় ওই তিনজন বসেছিলেন, তার একটি স্ক্রু আলগা হয়ে আসে। পুরোদমে ঘোরার সময় সেটি কাত হয়ে যায়। ফলে টাল সামলাতে না পেরে নাগরদোলা যখন সর্বোচ্চ উচ্চতায় ছিল, সেখান থেকে মাটিতে পড়ে সায়ন্তনী। বাকি দু’জন কিছুক্ষণ ওই খাঁচার রড ধরে থাকলেও পরে তাঁরাও পড়ে যান। তবে তা ঘটে অল্প উচ্চতা থেকে। তাঁদের আঘাত অত গুরুতর নয়।
6h 6m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৮ টাকা৮৮.৩২ টাকা
পাউন্ড১০৭.৪৬ টাকা১১১.২২ টাকা
ইউরো৮৯.২৯ টাকা৯২.৬৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা