বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

উদ্বোধনের পর এক যুগ পার চালু করা যায়নি উপ স্বাস্থ্যকেন্দ্র

শ্যামলেন্দু গোস্বামী, বারাসত: নির্মাণই সার। সালটা ছিল ২০১২। ১২ লক্ষ ৪৭ হাজার টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল উপ স্বাস্থ্যকেন্দ্র। তারপর এক যুগ পেরিয়ে গেলেও আজও তা চালু করা যায়নি। উল্টে ভেঙেচুরে গিয়েছে এই সরকারি সম্পত্তি। কোথাও জানালার কাচ, কোথাও দরজা। ভিতরে ঢুকে উঁকি দিতেই দেখা গেল ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গৃহস্থলীর সামগ্রী। কেউ বা কারা এই উপ স্বাস্থ্যকেন্দ্রের দখল নিয়ে সংসার চালাচ্ছে গুছিয়ে। স্থানীয় মানুষের অভিযোগ, এই ঘর ভাড়া দেওয়া হয়েছে। এ নিয়ে ক্ষোভ বাড়ছে মানুষের। এই উপ স্বাস্থ্যকেন্দ্র থেকে কবে পরিষেবা মিলবে, তার অপেক্ষায় দিন গুনছেন তাঁরা। এই উপ স্বাস্থ্যকেন্দ্রটি রয়েছে দত্তপুকুরের ছোট জাগুলিয়া পঞ্চায়েতের অন্তর্গত বাজিতপুরে।
জানা গিয়েছে, ২০১২ সালে এলাকার মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে এমএসডিপি প্রকল্পে ১২ লক্ষ ৪৭ হাজার টাকায় ব্যয়ে তৈরি হয়েছিল দোতলা এই উপ স্বাস্থ্যকেন্দ্র। এখানে রয়েছে ছ’টি ঘর। সামনে নলকূপ। ভবনের রং উঠে পলেস্তারা বেরিয়ে পড়েছে। ভিতরে রয়েছে চেয়ার, মাদুর, খাট, জলের বোতল থেকে গৃহস্থালির বিভিন্ন সামগ্রী। এটি পঞ্চায়েত সমিতির অধীনে রয়েছে। গেটের বাইরে ফলকে উদ্বোধনের তারিখ লেখা রয়েছে। উদ্বোধক হিসেবে একাধিক হেভিওয়েট জনপ্রতিনিধির নাম লেখা। এখানেই শেষ। এই উপ স্বাস্থ্যকেন্দ্র মানুষের কাজেই আসে না। উল্টে এটি ভাড়া দেওয়া হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। স্থানীয় বাসিন্দা মফিজুল ইসলাম, শেখ আলাউদ্দিন, আতারুল আলি বলেন, এটি যখন তৈরি হয়, তখন আশায় বুক বেঁধেছিলাম। এখন দেখছি সবটাই ভুল। উদ্বোধনের কথা ও তারিখ লেখা থাকলেও আদতে তা হয়নি। ভিতরের ঘর ভাড়া দেওয়া হয়েছে। কোনও মিস্ত্রি বা বাইরের লোক এখানে কাজে এলে এই স্বাস্থ্যকেন্দ্রে সংসার পাতেন। আমরা চাই, দ্রুত এটি চালু করা হোক। তাহলে আর আমাদের দূরে গিয়ে চিকিৎসা করাতে হবে না। কেউ অসুস্থ হলে রাতবিরেতে ব্যাপক সমস্যা হয়। 
আরেক বাসিন্দা রুবিনা খাতুন বলেন, ১৩ বছর আগে সরকারি টাকা এটি তৈরি হলেও আজ পর্যন্ত চালু হয়নি। ফলে বাইরের লোক এসে এখানে থাকে। শুধু তাই নয়, মাঝেমধ্যে নেশার আসরও বসে। আমাদের এলাকায় মূলত গরিব মানুষের বাস। সব মিলিয়ে প্রায় ৮০০ পরিবার থাকে। স্বাস্থ্যকেন্দ্র চালু হলে এই মানুষগুলি উপকৃত হতেন। এ ব্যাপারে সরকার বা স্থানীয় প্রশাসনের ভ্রুক্ষেপ নেই। এ নিয়ে বারাসত ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি বলেন, বিষয়টি আমার জানা নেই। সরকারি সম্পত্তি এভাবে ব্যবহার করা যায় না। এ নিয়ে দ্রুত পদক্ষেপ করা হবে।  নিজস্ব চিত্র
5h 5m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৮ টাকা৮৮.৩২ টাকা
পাউন্ড১০৭.৪৬ টাকা১১১.২২ টাকা
ইউরো৮৯.২৯ টাকা৯২.৬৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা