বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

লস্কর-জয়েশ জঙ্গিদের সঙ্গে হামাস! গোয়েন্দা সতর্কবার্তা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবা, জয়েশ-ই-মহম্মদ এবং সিপাহ-ই-সাহাবা তো ছিলই। এবার তাদের সঙ্গেই জম্মু-কাশ্মীরকে ‘আজাদ’ করার শপথ নিল হরকত-আল-মুকোয়ামা আল ইসলামিয়া, সংক্ষেপে ‘হামাস’। হ্যাঁ, সেই হামাস, প্যালেস্তাইনের সশস্ত্র সংগঠন। গাজা ভূখণ্ডকে কেন্দ্র করে ইজরায়েলের সঙ্গে যাদের পুরোদস্তুর যুদ্ধ চলছিল ক’দিন আগেও। সেই হামাসের মুখপাত্র তথা কমান্ডার খালিদ কাদৌমি বুধবার হাজির হলেন জম্মুর নিয়ন্ত্রণরেখা থেকে মাত্র ৭৪ কিমি দূরে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) রাওয়ালকোটে। সেখানকার সাব্বির স্টেডিয়ামে এক সভায় কাশ্মীরের মানুষের ‘স্বাধীনতা’র অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের পক্ষে সওয়াল করেছেন তিনি। 
তাৎপর্যপূর্ণ বিষয় হল, ঠিক সেই সময়ই পিওকের রাজধানী মুজফ্ফরাবাদে উপস্থিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেনাপ্রধান আসিম মুনির আহমেদ এবং অধিকৃত কাশ্মীরের উজির-এ-আজম চৌধুরি আনোয়ারুল হককে পাশে বসিয়ে তিনি স্লোগান দিয়েছেন, ‘কাশ্মীর বনেগা পাকিস্তান’। একধাপ এগিয়ে পাক সেনাপ্রধান দাবি করেছেন, একদিন পাকিস্তানের অংশ হবে গোটা কাশ্মীর। পাক সেনা কাশ্মীরের ‘স্বাধীনতা’ লড়াইয়ের সঙ্গেই আছে। গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলে ভয়াবহ হামলার নেপথ্য কারিগরদের অন্যতম খালিদ। ইরানের রাজধানী তেহরানেই থাকেন তিনি। ইজরায়েল-হামাস যুদ্ধবিরতি চললেও খালিদকে হন্যে হয়ে খুঁজছে ‘মোসাদ’। ঠিক সেই সময় ভারতীয় নিয়ন্ত্রণরেখার অনতিদূরে তাঁর উপস্থিতি এপারের গোয়েন্দাদের কপালেও ভাঁজ ফেলেছে। 
গোয়েন্দাদের আশঙ্কা, এবার হামাসকে সঙ্গে নিয়ে এপারে বড়সড় নাশকতার কোনও ছক কষছে পাক জঙ্গিদের সম্মিলিত মঞ্চ ‘তেহরিক-এ-আজাদি কাশ্মীর’। আর তাতে শরিফ সরকার, পাক সেনা এবং আইএসআই-এর সম্পূর্ণ মদত রয়েছে। তাই এদিন রাওয়ালকোটের রাস্তায় লস্কর- জয়েশ জঙ্গিরা ছিল কালাশনিকভ, অ্যাসল্ট রাইফেল এবং খোলা তলোয়ার হাতে। ভারত বিরোধী স্লোগান দিয়ে মিছিলও করেছে তারা। ‘হামাস’কে ইতিমধ্যেই ‘সন্ত্রাসবাদী’ বলে চিহ্নিত করেছে ইজরায়েল, আমেরিকা সহ আরও কয়েকটি দেশ। কিন্তু ভারত এখনও সে পথে হাঁটেনি। যদিও গত বছরের অক্টোবরে তেল আভিভে হামাসের ভয়াবহ আক্রমণের ঘটনাকে ‘অ্যাক্ট অব টেরর’ বলে অভিহিত করেছিল নয়াদিল্লি। তবে এবার ভারতবিরোধী লস্কর, জয়েশের সঙ্গে কাশ্মীর নিয়ে হামাসের ‘তৎপরতা’ সামনে আসায় এতদিনের অবস্থান বদলের কথা ভাবছে ভারত সরকার। হামাস কমান্ডারের পাকিস্তান প্রীতি অবশ্য এই প্রথম নয়। প্যালেস্তাইনের হয়ে সমর্থন জোটাতে গত জানুয়ারিতে এক আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছিল পাকিস্তান সেনেট। সেই সম্মেলনে আমন্ত্রিত ছিলেন হামাসের মুখপাত্র।
রাওয়ালকোটে তথাকথিত ‘কাশ্মীর সংহতি দিবসে’ এদিনের সভায় হামাসের মুখপাত্র ছাড়াও আর কে কে উপস্থিত ছিল? গোয়েন্দারা জেনেছেন, মঞ্চে ছিল জয়েশের বর্তমান প্রধান মাসুদ আজহারের ভাই তালহা, আসগর খান কাশ্মিরী, লস্করের কমান্ডার রিজওয়ান হানিফ, মাসুদ ইলিয়াস, সিপাহ-ই-সাহাবার আফতার কাশেরের মতো কট্টর জঙ্গিরা। গোয়েন্দারা জেনেছেন, হামাসের সঙ্গে যোগাযোগের জন্য ‘তেহরিক এ আজাদি কাশ্মীর’-এর তরফে দায়িত্ব দেওয়া হয়েছিল লস্করের শাইফুল্লা খালিদকে। সে-ই সম্প্রতি দোহায় গিয়ে বৈঠক করে খালিদ কাদৌমিকে আমন্ত্রণ জানিয়ে আসে।
 
4h 4m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৮ টাকা৮৮.৩২ টাকা
পাউন্ড১০৭.৪৬ টাকা১১১.২২ টাকা
ইউরো৮৯.২৯ টাকা৯২.৬৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা