বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

কিষাণ সম্মান প্রকল্পের নিয়মে বদল, দিতে হবে জমির রেকর্ড

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ প্রকল্পে কৃষকদের তিন কিস্তিতে বছরে ৬ হাজার টাকা দেয় কেন্দ্র। এই প্রকল্পের নিয়মে বড়সড় পরিবর্তন করা হয়েছে। নতুন আবেদনকারীদের এবার থেকে দিতে হবে জমির রেকর্ড। এছাড়া রাজ্যের জমি রেকর্ড ব্যবস্থায় আবেদনকারীর নাম থাকতে হবে। জমি হতে হবে নিজের নামে। সম্প্রতি এ ব্যাপারে প্রতিটি রাজ্যকে চিঠি দিয়েছে কৃষিমন্ত্রক।
২০১৯ সালে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করে সরকার। বর্তমানে ৯৫ লক্ষ কৃষক এই প্রকল্পের সুবিধা পান। কিন্তু জমির মালিক না হওয়া সত্ত্বেও অনেকে বছরে ছ’হাজার টাকা পাচ্ছেন বলে কৃষিমন্ত্রকে অভিযোগ জমা পড়েছে। তারপরে নড়েচড়ে বসেছে কেন্দ্র। ইতিমধ্যেই যাঁদের নাম নথিভুক্ত আছে, তাঁদের ক্ষেত্রে আপাতত কোনও কড়াকড়ি করা হচ্ছে না। তবে নয়া আবেদনকারীদের ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম। অফলাইনে আবেদনের সুবিধাও বন্ধ হয়ে যাচ্ছে। সবটাই হবে অনলাইনে। নাম নথিভুক্ত করলে মিলবে পরিচয়পত্র।
দেশে কৃষি জমির মালিকের সংখ্যা কত, তাঁদের জমির পরিমাণ কত, সেখানে বছরের কোন সময়ে কী চাষ হয় ইত্যাদি তথ্যও সংগ্রহ করবে কেন্দ্র। তৈরি হবে ডেটাবেস। যা দেখে কৃষি ও কৃষক সংক্রান্ত নানা পরিকল্পনা করবে সরকার। আগামী তিন বছরে কেন্দ্র ধাপে ধাপে ১১ কোটি কৃষকের যাবতীয় তথ্য ভাণ্ডার তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছে। পাইলট প্রকল্প হিসেবে দেশের ৪০০ জেলায় ডিজিটাল ক্রপ সার্ভের কাজ খুব শীঘ্রই শুরু করা হবে।
5h 5m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৮ টাকা৮৮.৩২ টাকা
পাউন্ড১০৭.৪৬ টাকা১১১.২২ টাকা
ইউরো৮৯.২৯ টাকা৯২.৬৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা