বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

মোদির ভাষণে কেন ‘মেক ইন ইন্ডিয়া’ নেই, প্রশ্ন রাহুলের

নয়াদিল্লি: ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একথা স্বীকার করে নেওয়া উচিত। সংসদে রাষ্ট্রপতির বক্তব্যের উপর ধন্যবাদ জ্ঞাপক বক্তৃতায় যে কথা বলেছিলেন, বুধবার তারই পুণরাবৃত্তি করে মোদিকে নিশানা করলেন রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়া পোস্টে সংসদে জবাবি ভাষণে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের প্রসঙ্গ এড়িয়ে যাওয়ায় প্রধানমন্ত্রীকে একহাত নিয়েছেন বিরোধী দলনেতা।  মোদি জমানায় দেশে কর্মসংস্থানের বেহাল দশা নিয়েও ফের সরব হয়েছেন তিনি। একইসঙ্গে তিনি বলেছেন,  ‘সাম্প্রতিককালে ইউপিএ বা এনডিএ কর্মসংস্থানের চ্যালেঞ্জ নিতে ব্যর্থ হয়েছে।’ তবে মোদি সরকারের আমলে ব্যর্থতার পরিসংখ্যান বড় চোখে ঠেকছে। পরিসংখ্যান দিয়ে রাহুল বলেন, ‘২০১৪ সালে জিডিপির ১৫.৩ শতাংশ অধিকার করেছিল উৎপাদন ক্ষেত্র। এখন তা কমে দাঁড়িয়েছে ১২.৬ শতাংশ। গত ৬০ বছরে এই হার সর্বনিম্ন।’ এদিনই তিনি বিহারে গিয়ে বিজেপি এবং আরএসএসের তীব্র সমালোচনা করেন। তাঁর মতে, বিজেপি এবং আরএসএস যৌথভাবে সংবিধানকে আক্রমণ করে চলেছে। পাটনায় স্বাধীনতা সংগ্রামী তথা দলিত সমাজকর্মী জগলাল চৌধুরীর জন্ম শতবর্ষ উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেন রাহুল। ৩০ মিনিটের বক্তৃতায় দলিত, আদিবাসী এবং ওবিসিদের আরও ক্ষমতায়নের পক্ষে সওয়াল করেন তিনি।
5h 5m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৮ টাকা৮৮.৩২ টাকা
পাউন্ড১০৭.৪৬ টাকা১১১.২২ টাকা
ইউরো৮৯.২৯ টাকা৯২.৬৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা