বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

তামিলনাড়ুতে নাবালিকা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ তিন শিক্ষকের বিরুদ্ধে, ভর্তি হাসপাতালে

চেন্নাই, ৬ ফেব্রুয়ারি: নাবালিকা এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল স্কুলেরই তিন শিক্ষকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলায়। নাবালিকার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিস অভিযুক্ত তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা। শাস্তির দাবিতে দিকে দিকে চলছে প্রতিবাদ।
পুলিস সূত্রে খবর, এক মাসেরও বেশি সময় ধরে নাবালিকাটি স্কুলে আসছিল না। তখনই স্কুলের প্রধান শিক্ষকের সন্দেহ হয়। এরপরই তিনি ওই ছাত্রীর বাড়িতে ফোন করেন। তখনই নাবালিকার মা অভিযোগ করেন, স্কুলেই গণধর্ষণের শিকার হয়েছে তাঁর মেয়ে। প্রধান শিক্ষক তৎক্ষণাৎ তার মাকে পুলিসে লিখিত অভিযোগ দায়ের করতে বলেন। পাশাপাশি, জেলা শিশু সুরক্ষা আধিকারিকের কাছে যাওয়ারও পরামর্শ দেন তিনি। লিখিত অভিযোগের পরই দ্রুত তদন্ত শুরু করে স্থানীয় থানার পুলিস। অভিযুক্তদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিস সূত্র খবর। বর্তমানে নাবালিকাটি হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতাল সূত্রে খবর, আপাতত তার অবস্থা স্থিতিশীল। কিন্তু স্কুলের মধ্যেই কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। অভিভাবকরা স্কুল কতৃপক্ষকেই কাঠগোড়ায় তুলেছেন। এই ঘটনার পর স্কুলে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন সকলে। যদিও স্কুল কতৃপক্ষের তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
5h 5m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৮ টাকা৮৮.৩২ টাকা
পাউন্ড১০৭.৪৬ টাকা১১১.২২ টাকা
ইউরো৮৯.২৯ টাকা৯২.৬৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা