বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

কামারহাটিতে ৫০টি বেআইনি বহুতল ভেঙে ফেলার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, বরানগর: বেআইনি বহুতল নিয়ে এবার কঠোর পদক্ষেপ গ্রহণ করল কামারহাটি পুরসভা। সংশ্লিষ্ট জমির মালিক ও প্রোমোটারদের গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়েই বেআইনি বহুতল ভাঙার কাজ শুরু করা হয়েছে। শহরের ৫০টি বেআইনি বহুতল ভাঙার নোটিস দেওয়া হয়েছে। পুরসভার এই তৎপরতায় শহরজুড়ে স্বাভাবিকভাবেই শোরগোল পড়েছে। কামারহাটি পুরসভার এই সিদ্ধান্তে তীব্র গুঞ্জন তৈরি হয়েছে উত্তর শহরতলির অন্যান্য পুরসভা এলাকায়ও। পানিহাটি, বরানগর ও দমদমের তিনটি পুরসভা তাদের এলাকায় বেআইনি বহুতলের বিরুদ্ধে এমন কড়া অবস্থান নেবে কি না, তা নিয়েই জল্পনা বাড়ছে বিভিন্ন মহলে। 
কামারহাটি পুরসভার সাত নম্বর ওয়ার্ডের ধোবিয়াবাগান এলাকায় একটি পাঁচতলা বাড়ি বহুদিন ধরে হেলেছিল। গত বছর গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার পর সংবাদমাধ্যমে উঠে এসেছিল এই হেলে থাকা বাড়িটির খবর। তারপরও পুরসভা কোনও হেলদোল দেখায়নি বলে অভিযোগ। সম্প্রতি কলকাতার বাঘাযতীনে বহুতল বিপর্যয়ের পর বিষয়টি নিয়ে ফের হইচই শুরু হওয়ায় পুরসভা আর উদাসীন থাকতে পারেনি। বোর্ড মিটিংয়ে বেআইনি বহুতলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত হয়। সেই মতো ধোবিয়াবাগানের ওই বহুতলের জমি মালিক মহম্মদ ফারুককে নির্মাণটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। পুরসভার বিল্ডিং প্ল্যান ছাড়াই সেটি তৈরি করা হয়েছিল। শুধু তাই নয়, প্রোমোটার ওই বহুতল তৈরির জন্য জমি মালিকের সঙ্গে কোনও চুক্তিই করেননি। পুরসভার হুঁশিয়ারিতে শেষ পর্যন্ত জমিমালিক ও প্রোমোটার বাড়ি ভাঙার কাজ শুরু করেছেন।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, কামারহাটির ১ থেকে ৭ নম্বর ওয়ার্ডে অনুমোদিত বিল্ডিং প্ল্যান ছাড়া শতাধিক বহুতল নির্মাণ হয়েছে গত ১০ বছরে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসব এলাকা রয়েছে এক-একজন ‘দাদা’র নিয়ন্ত্রণে। তাদের এলাকা ভগে করে দিয়েছেন শাসক দলের প্রভাবশালীরা। তারপর সরকারি নিয়ম ও পুরসভার বিধি তুড়ি মেরে মাথা তুলেছে বহুতল। এখন বিতর্ক শুরু হওয়ায় প্রভাবশালীরা হাত তুলে নিয়ে সব দায় পুরসভার ঘাড়ে ঠেলছেন। এই আবহে পুরসভা সমস্ত অবৈধ নির্মাণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে উদ্যোগী হয়েছে। পরপর নোটিসে সাড়া না দেওয়া ১৭টি বহুতলের প্রোমোটার ও জমি মালিকের নামে কামারহাটি থানায় এফআইআর করা হয়েছে। শহরবাসীর দাবি, ওই সাতটি ওয়ার্ড ছাড়াও বিভিন্ন জায়গায় গত এক দশকে প্রচুর বেআইনি নির্মাণ হয়েছে। ওই সাতটি ওয়ার্ডের বেআইনি নির্মাণ বাকি এলাকার প্রোমোটারদেরও ‘সাহসী’ করেছিল। তাঁরাও কাউন্সিলারদের ‘ম্যানেজ’ করে প্ল্যান ছাড়া বাড়ি, তিনতলার প্ল্যানে চার-ছ’তলা তুলে ফেলতে দু’বার ভাবেননি। 
কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন, ‘কোনও বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। ৫০টি বেআইনি বহুতল ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। একটি ইতিমধ্যে ভাঙার কাজ শুরু হয়েছে। বোর্ড মিটিংয়েই এই সিদ্ধান্ত হয়েছে। অনিয়ম রুখতে পুলিস-প্রশাসন ও আইনের সর্বোচ্চ স্তরে যাব আমরা’ 
6h 6m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৮ টাকা৮৮.৩২ টাকা
পাউন্ড১০৭.৪৬ টাকা১১১.২২ টাকা
ইউরো৮৯.২৯ টাকা৯২.৬৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা