বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

ডায়মন্ডহারবারে নম্বর প্লেটবিহীন পুলিসের গাড়ি ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, কেস দেবে কে!

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নম্বর প্লেটহীন গাড়ি রাস্তায় নামলে কেস বা জরিমানার কোপে পড়তে হয় গাড়ির মালিককে। এটাই দস্তুর। অথচ এমন গাড়ি নিয়ে পুলিসকর্মীরা রাস্তায় দাপিয়ে বেড়ালে তাদের কেস দেবে কে? খোদ আইনরক্ষকরাই ভাঙছে আইন। একঝাঁক পুলিস নিয়ে এমনই একটি গাড়িকে দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছে ডায়মন্ডহারবারের রাস্তায়। শুধু তাই নয়, ডায়মন্ডহারবার থানার সামনেও মাঝেমধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এই গাড়িটিকে। নম্বর প্লেট না থাকলেও এই গাড়ির পিছনের কাচের উপর বড় বড় করে লেখা পশ্চিমবঙ্গ পুলিস। আর পোস্টার আকারে সাঁটা ‘ইলেকশন ডিউটি’। এ গাড়ি নিয়ে বিভিন্ন মহলে জোর চর্চা শুরু হয়েছে। বেকায়দায় পড়ে ডায়মন্ডহারবার থানা জানিয়েছে, ওই গাড়ি তাদের নয়। ডায়মন্ডহারবার পুলিস জেলার পক্ষ থেকে বলা হয়েছে, গাড়িটি কোন থানার খোঁজ চলছে। চিহ্নিত করার পর নিশ্চিতভাবেই ব্যবস্থা নেওয়া হবে। 
পুলিসই সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দিয়ে থাকে। পথ নিরাপত্তার নাম করে চলে নানা সপ্তাহব্যাপী প্রচার। এবার ট্রাফিক আইন ভাঙার তকমা লেগেছে নিজেদের গায়েই। ডায়মন্ডহারবারের রাস্তায় নম্বর প্লেটহীন পুলিসের গাড়ি! কীভাবে নম্বর প্লেটহীন গাড়ি নিয়ে কাজ করছে খোদ পুলিস, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। তাঁদের বক্তব্য, আমরা এমন গাড়ি নিয়ে রাস্তায় বেরলে সঙ্গে সঙ্গে কেস দেয় পুলিস। এবার তাদের বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে?
এ বিষয়ে ডায়মন্ডহারবার পুলিস জেলার এক কর্তা বলেন, গাড়িটি কোন থানার, তা খোঁজ করা হবে। চিহ্নিত করার পর উপযুক্ত ব্যবস্থা নেবে ট্রাফিক বিভাগ। কয়েকদিন আগে ডায়মন্ডহারবার ফেরিঘাটের কাছে গাড়িটিকে অনেকেই দেখতে পান। গাড়িটি যথেষ্ট পুরনো। তাতে কয়েকজন পুলিসকর্মী বসে রয়েছেন। গাড়িটি যে ডায়মন্ডহারবার থানার নয়, সেকথা জোরের সঙ্গে দাবি করেছেন ওই থানার এক কর্তা। 
এখানেই প্রশ্ন, তাহলে নম্বর প্লেটহীন গাড়িটি কাদের? যদি পুলিসের না হয়, তাহলে আরও বড় চিন্তার। অপরাধ জগতের লোকজন কি পুলিস সেজে এই গাড়ি নিয়ে রাস্তায় অবাধে ঘুরে বেড়াচ্ছে?  নিজস্ব চিত্র
5h 5m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৮ টাকা৮৮.৩২ টাকা
পাউন্ড১০৭.৪৬ টাকা১১১.২২ টাকা
ইউরো৮৯.২৯ টাকা৯২.৬৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা