বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

গড়িয়ায় আবাসনের পিলারে  ফাটল, শালবল্লা দিয়ে ঠেকনা

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এবার নয়া বিপত্তি গড়িয়ায়। সেখানে একটি আবাসনের পিলারে ফাটল দেখা দিয়েছে। ফলে সেটি বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে অভিমত বিশেষজ্ঞদের। তাই আপাতত শালবল্লা দিয়ে আবাসনের সেই অংশকে ঠেকনা দিয়ে রাখা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ফ্ল্যাট মালিকদের মধ্যে চাপা আতঙ্ক দেখা দিয়েছে। আবাসনের বাসিন্দারা জানান, কয়েকদিন আগেই এই ফাটল ধরা পড়েছে। একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে সেটা পরীক্ষা করানো হয়। তাঁর পরামর্শেই এই শালবল্লা দিয়ে ঠেকনা দেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই ফাটলের জায়গাটি মেরামত করা হবে। এদিকে, এই বিল্ডিংটি তৈরির কাজে কোনও গলদ ছিল কি না, সেটা খতিয়ে দেখবে রাজপুর সোনারপুর পুরসভা।
২৯ নম্বর ওয়ার্ডের গড়িয়া প্লেসের এই আবাসনটি প্রায় ২৫ বছর পুরনো। তাতে ১২টি ফ্ল্যাট রয়েছে। দিন কয়েক আগে আবাসনের নীচের ডান দিকের অংশে দু’টি পিলারে ফাটল দেখা গিয়েছিল।  শালবল্লা দেওয়ার কারণ নিয়ে আবাসিকরা বলেন, ওই পিলারগুলি যখন মেরামত করা হবে, তখন পুরনো প্লাস্টার চটিয়ে নতুন করে তা দেওয়া হবে। সেই সময় পিলার দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ করা হয়েছে। কেন হঠাৎ করে এই বিল্ডিংয়ের পিলারে ফাটল তৈরি হল, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুরসভার একটি দল। তারা সবটাই পরীক্ষা করে দেখে। সিআইসি নজরুল আলি মণ্ডল বলেন, এই আবাসনে একটি সমস্যা হয়েছে। এখানকার বাসিন্দারা একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারয়ের পরামর্শ নিয়ে কাজ করছেন। আশা করছি শীঘ্রই সমস্যার সমাধান হবে। -নিজস্ব চিত্র
5h 5m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৮ টাকা৮৮.৩২ টাকা
পাউন্ড১০৭.৪৬ টাকা১১১.২২ টাকা
ইউরো৮৯.২৯ টাকা৯২.৬৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা