বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

নয়া ভবনে পুরসভার স্বাস্থ্যকেন্দ্র, খুশি হালতু-পূর্বাচলের বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওয়ার্ডে একটি মাত্র স্বাস্থ্যকেন্দ্র। এতদিন সেই স্বাস্থ্যকেন্দ্রের নিজস্ব কোনও বাড়ি ছিল না। ভগ্নপ্রায় বাজারের দোতলায় একচিলতে ঘরে চলত জনস্বাস্থ্য পরিষেবা। রোগীদের ভিড়ে আরও ছোট মনে হতো সেই ঘর। এতদিনে বদল হল সেই পরিস্থিতির। ই এম বাইপাস সংলগ্ন ১০৬ নম্বর ওয়ার্ডের পূর্বাচল মেইন রোডে বুধবার থেকে চালু হল স্বাস্থ্যকেন্দ্র। এদিন নয়া ভবনের উদ্বোধন করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, বিধায়ক দেবব্রত মজমুদার, পুরসভার ১২ নম্বর বরোর চেয়ারম্যান সুশান্তকুমার ঘোষ, স্থানীয় কাউন্সিলার অরিজিৎ দাস ঠাকুর প্রমুখ। 
এই ওয়ার্ডের মণ্ডলপাড়া, কাটাপুকুর অঞ্চলের নিম্নবিত্ত পরিবারগুলি পুর-স্বাস্থ্যকেন্দ্রের উপর অনেকাংশে নির্ভরশীল। হালতুর রামলাল বাজারের ভগ্নদশা অনেকদিন ধরে। বাড়িটি জরাজীর্ণ। ভবন সংস্কারের দাবিও উঠেছে অনেকবার। কিন্তু লাভ হয়নি। এরকম একটি বাজারের দোতলায় এতদিন চলত পুর-স্বাস্থ্যকেন্দ্র। ওই বাজার থেকে সামান্য দূরে পূর্বাচল মেইন রোডে কালিদাসী মিত্র বিদ্যালয়ের পাশের জমিতে গড়ে উঠেছে নতুন দোতলা স্বাস্থ্যকেন্দ্র। স্থানীয় বাসিন্দা মুকুল বৈদ্য বলেন, ‘রামলাল বাজারের বিল্ডিংয়ের যা অবস্থা, ঢুকতেই ভয় হতো। রোগীদের বসার জায়গা পর্যাপ্ত ছিল না। নতুন হেলথ সেন্টার হওয়ায় অনেক সুবিধা হল।’ নয়া স্বাস্থ্যকেন্দ্রের অবস্থানগত কারণেও বাসিন্দাদের সুবিধা হবে বলে মনে করছেন কাউন্সিলার অরিজিৎ দাস ঠাকুর। তাঁর কথায়, ‘ওই বিল্ডিংয়ের অবস্থা খুব খারাপ ছিল। রামলাল বাজার ভবন ভেঙে নয়া বিল্ডিং গড়া হবে। তার আগেই স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন চালু করা হল।’
পুরসভা সূত্রে খবর, এই এলাকায় সরকারি জমির অভাব থাকায় দীর্ঘদিন স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের দাবি পূরণ করা যাচ্ছিল না। কালিদাসী স্কুলের ১০ কাঠা জমির পাঁচ কাঠা অংশে রয়েছে স্কুলবাড়ি। বাকি জমি শিক্ষাদপ্তর তুলে দেয় পুরসভাকে। সেখানেই গড়ে উঠেছে স্বাস্থ্যকেন্দ্র।
6h 6m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৮ টাকা৮৮.৩২ টাকা
পাউন্ড১০৭.৪৬ টাকা১১১.২২ টাকা
ইউরো৮৯.২৯ টাকা৯২.৬৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা