বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

স্টলের নাম ‘সুজাতা গুপ্ত’,  বইমেলায় আজব কাণ্ড!

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ প্যাভিলিয়ন থেকে বেরিয়ে প্রায় উল্টোদিকেই ছোট্ট একটি স্টল। নম্বর ৪৬০। ভিতরে র‌্যাকগুলিতে সাজানো গণিতজ্ঞ-দার্শনিক আচার্য ব্রজেন্দ্রনাথ শীলকে নিয়ে লেখা একটি বইয়েরই একাধিক কপি। সামনে ছোট্ট টেবিল পেতে বসে এক মহিলা। সামনে ওই একই বই। সঙ্গে শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকারকে নিয়ে আর একটি পাতলা গ্রন্থ। আপাতদৃষ্টিতে একটু খটকা লাগলেও, স্টলের নাম দেখে চক্ষু চড়কগাছ! কারণ, কোনও প্রকাশনা সংস্থা বা অন্য কিছু না, সেখানে বড় বড় করে লেখা ‘সুজাতা গুপ্ত’।
কোনও ব্যক্তির নামে স্টল? তাও আবার কলকাতা বইমেলায়? এমনও হয় নাকি! হ্যাঁ, হয়—জানাচ্ছেন স্বয়ং সুজাতাদেবী। স্টলের সামনের টেবিলে তিনিই। ম্যানেজমেন্ট কলেজের অধ্যাপিকা হাসতে হাসতে বললেন, ‘গতবার তো শুধু সুজাতা ছিল। এবার তাও গুপ্ত দিয়েছে।’ কিন্তু কেন এমন নামকরণ? কলকাতার সেলিমপুর বাবুবাগানের বাসিন্দা সুজাতাদেবী জানালেন, তিনি নিজেই বই দু’টি ছাপিয়েছেন, বিক্রিও করছেন। সেইমতো প্রকাশক হিসেবে আবেদন করেছিলেন গিল্ডের কাছে। তারাই এই নামে স্টল দিয়েছে।
কেন মাত্র দু’টি বই? জানা গেল, যোগীন্দ্রনাথ সরকারকে নিয়ে লেখা বইটি প্রথম প্রকাশিত হয়েছিল। মাঝে অনেকদিন লেখালিখি থেকে বিরত ছিলেন সুজাতাদেবী। ২০২১ সালে স্বামীকে হারিয়েছেন। তিনিও অধ্যাপক ছিলেন। আচার্য ব্রজেন্দ্রনাথ ছিল তাঁর আদর্শ। তাই স্বামীর অসমাপ্ত কাজ শেষ করেছেন স্ত্রী। বিদায় নেওয়ার সময় বললেন, যতই ম্যানেজমেন্ট পড়াই, লেখালিখিটা প্যাশন! -নিজস্ব চিত্র
6h 6m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৮ টাকা৮৮.৩২ টাকা
পাউন্ড১০৭.৪৬ টাকা১১১.২২ টাকা
ইউরো৮৯.২৯ টাকা৯২.৬৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা