বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

আজ শহরের চার জায়গায় জাতীয়   পতাকা উত্তোলন করবে বামফ্রন্ট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এন্টালি, শ্যামবাজার, হাজরা এবং খিদিরপুর। সাধারণতন্ত্র দিবসে এই চার জায়গায় জাতীয় পতাকা উত্তোলন করবে বামফ্রন্ট। সেই সঙ্গে পাঠ করা হবে সংবিধানের প্রস্তাবনা। আগে সাধারণতন্ত্র দিবসে সাধারণত মানববন্ধন কর্মসূচি নিত বামফ্রন্ট। বিগত কয়েক বছরে শহরের এক-দু’টি জায়গায় পতাকা তোলার নজির রয়েছে। কিন্তু এবছর একসঙ্গে শহরের চার জায়গায় হবে সেই কর্মসূচি। কেন এই তৎপরতা? ২০২১ সালে প্রথমবার আলিমুদ্দিন স্ট্রিটে দলের কার্যালয়ে জাতীয় পতাকা উড়েছিল। তখন থেকেই ‘স্বাধীনতা বিরোধী’ তকমা ঘোচাতে তত্পর হয়েছে সিপিএম। এই উদ্যোগ কি তারই প্রতিফলন? বাম নেতৃত্ব বলছে, আরও বেশি মানুষের কাছে পৌঁছনো ও বিজেপির সংবিধান বদলানোর চক্রান্তকে চ্যালেঞ্জ করাই আমাদের উদ্দেশ্য।
এখন সিপিএমের সম্মেলন পর্ব চলছে। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম মুর্শিদাবাদে জেলা সম্মেলনে থাকবেন। এন্টালিতে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু উপস্থিত থাকবেন বলে খবর। কলকাতা জেলার এক বাম নেতার কথায়, ‘সংবিধানের প্রস্তাবনা পাঠ ও শপথ গ্রহণ হবে। জাতীয় পতাকা উত্তোলনের পর একটি সভাও হবে। তাছাড়া সমস্ত সিপিএম পার্টি অফিসে পতাকা উত্তোলন করা হবে। সিপিএমের যুবনেতা কলতান দাশগুপ্ত বলেন, ‘এদিন থেকে সংবিধানের সূচনা শুরু হয়েছিল। আরএসএস যেভাবে সংবিধান ভাঙতে চাইছে, সেই সময় বেশি মানুষের কাছে পৌঁছনো দরকার।’ শুধুই বিজেপি-আরএসএস বিরোধিতা, নাকি নিজেদের স্বাধীনতাবিরোধী তকমা ঘোচানোর চেষ্টা? কলতান বলছেন, ‘২০২১ সালের আগেও বামপন্থীরা পতাকা তুলেছে। ১৯৯৭ সালে স্বাধীনতার ৫০ বছরে ডিওয়াইএফআই সারা দেশে পতাকা তুলেছিল। এখন সংবিধান আক্রান্ত। ধর্মনিরপেক্ষতা, সাধারণতন্ত্র এই কথাগুলো বিজেপি রাখতে চায় না। বিকল্প তাই আমাদেরই তুলে ধরতে হবে।’ 
22d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৃষ্টিশীল কাজকর্মে উন্নতি হবে।  কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। বিশেষ কোনও কারণে মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৩৮ টাকা ১১১.১৫ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
16th     February,   2025
দিন পঞ্জিকা