কলকাতা

পাইপ চুরির কিনারা, উত্তর ২৪ পরগনা থেকে গ্রেপ্তার ৩ চক্রী

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বেশ কিছুদিন ধরে সোনারপুরের বিভিন্ন অঞ্চল থেকে কখনও বিদ্যুৎ বণ্টন সংস্থার বিদ্যুতের খুঁটি ও তার, আবার কখনও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জলের পাইপ চুরি যাচ্ছিল। এই সংক্রান্ত তিনটি অভিযোগ এসেছিল সোনারপুর থানায়। সেই সব ঘটনায় গাড়ির চালক ও শ্রমিকরাই ধরা পড়ছিল। কিন্তু অধরা থেকে গিয়েছিল পান্ডারা। অবশেষে এই চক্রের মাস্টারমাইন্ড তিন যুবককে গ্রেপ্তার করল পুলিস। খড়দহ ও নৈহাটি থেকে তাদের ধরা হয় বলে জানা গিয়েছে। ধৃতদের নাম কল্যাণ গায়েন, গৌরব রায় এবং গৌতম মণ্ডল। জানা গিয়েছে, বিগত পাঁচ বছর ধরে এই তিনজন বিভিন্ন জেলায় রাস্তায় পড়ে থাকা সরকারি সামগ্রী চুরি করে তা বিক্রি করে দিচ্ছিল। নিজেদের ঠিকাদার পরিচয় দিয়ে সোনারপুর থানার অন্তর্গত কামালগাজি বাইপাসের ধারে পড়ে থাকা বিপুল পরিমাণ লোহার পোল, প্লাস্টিকের পাইপ ও বিদ্যুতের তার ট্রাকে করে তুলে নিয়ে কলকাতায় বিক্রি করে দিয়েছিল তারা। এই নিয়ে অভিযোগ পাওয়ার পর পুলিস প্রথমে এইসব ঘটনায় যেসব গাড়ি ও কর্মীদের ব্যবহার করা হয়েছিল, তাদের গ্রেপ্তার করে। ধৃতদের থেকেই তদন্তকারীরা জানতে পারেন, এই সামগ্রী তোলার জন্য কেউ একজন ফোন করে নির্দেশ দিত।  এরপর পুলিস সেই নম্বরগুলি যাচাই করা শুরু করে। কিন্তু সেগুলি বন্ধ থাকায় খুব বেশি লাভ হয়নি তদন্তকারীদের। কিন্তু টাওয়ার লোকেশন বের করতে গিয়ে তাঁরা জানতে পারেন যে, একটি ফোন নম্বরের টাওয়ার লোকেশন সোনারপুরের আরাপাঁচে ছিল।
সেই মতো নিজেদের সোর্সের মাধ্যমে তদন্তকারীরা জানতে পারেন, একটি আবাসনের ফ্ল্যাটে এক সন্দেহভাজন বহুদিন ধরে থাকছিল। একদিন সেখানে অভিযান চালায় পুলিস। কিন্তু কাউকে সেখানে পাওয়া যায়নি। তল্লাশি চালিয়ে ফ্ল্যাট থেকে পার্থ মণ্ডল নামে এক ব্যক্তির তথ্য পাওয়া যায়। তার বাড়ি খড়দহে। পুলিস সেখানে গিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে কল্যাণ, গৌরব এবং গৌতমের নাম জানতে পারেন তদন্তকারীরা। শুরু হয় তাদের গ্রেপ্তার করার প্রক্রিয়া। পার্থ কেবলমাত্র এই কাজগুলি সম্পন্ন করতে শ্রমিক সরবরাহ করত বলে তদন্তে জানতে পারে পুলিস। ফলে তার বিরুদ্ধে জোরালো কোনও তথ্যপ্রমাণ মেলেনি। তাই কিছুদিন আগে জামিন পেয়েছে পার্থ। শেষ পর্যন্ত তার থেকে পাওয়া সূত্রে ধরে মঙ্গলবার ওই তিন মূল অভিযুক্তকে ধরা হয়। যেসব তার ও পাইপ চুরি করা হয়েছিল, সেগুলি কলকাতার মানিকতলায় ও তপসিয়ায় বিক্রি করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সেগুলিরও কিছুটা উদ্ধার করেছে পুলিস।
4d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষার জন্য নামী প্রতিষ্ঠানে ভর্তির প্রচেষ্টা সফল হতে পারে। ব্যবসায় উন্নতির নতুন পথের দিশা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৩ টাকা৮৪.৪৭ টাকা
পাউন্ড১০৪.২১ টাকা১০৭.৬৮ টাকা
ইউরো৮৮.০৭ টাকা৯১.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
16th     June,   2024
দিন পঞ্জিকা