কলকাতা

পড়ে-লিখে মানুষ হবে নাতিরা, খরচ জোগাতে ঘুরে ঘুরে বাদাম বিক্রি দাদুর

সংবাদদাতা, উলুবেড়িয়া:  পরনে ধুতি, পাঞ্জাবি, ডান কাঁধে ব্যাগ। বাঁ হাতে ধরা কয়েকটি বাদামের প্যাকেট। প্রতিদিন বিকালে একটু লক্ষ্য করলেই দেখা যাবে, উলুবেড়িয়া শহরে রাস্তার একপাশ দিয়ে আপনমনে হেঁটে যাচ্ছেন ৬৫ বছরের হাঁদুরাম দাস। যেভাবেই হোক তাঁকে বাদামগুলি বিক্রি করতে হবে। দিনের শেষে অন্তত ৮০ টাকা বাড়ি নিয়ে যেতেই হবে। এই উপার্জন যত সামান্যই হোক, এই টাকাতেই দুই নাতির পড়াশোনার খরচ চলে। উলুবেড়িয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের চেঙ্গাইলের সাঁপুই পাড়ার বাসিন্দা হাঁদুরামবাবু। পরিবারে রয়েছেন স্ত্রী। এ ছাড়াও পুত্র, পুত্রবধূ এবং দুই নাতি আছে। 
হাঁদুবাবুর ছেলে হলেন তাপস। তিনি চটকলের শ্রমিক। তাঁর আর্থিক অবস্থা মোটেও ভালো নয়। ফলে দুই নাতির লেখাপড়ার খরচের বেশিরভাগটাই বইতে হয় হাঁদুকে। প্রতিদিন বিকেলে বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে চাপেন। উলুবেড়িয়া ষ্টেশনে নামেন। তারপর পায়ে হেঁটে উলুবেড়িয়া কালীবাড়ি পর্যন্ত যান। পথে বাদাম বিক্রি করেন। একসময় বাদাম শেষ হয়। তা করতে করতে শেষ ট্রেনের সময় হয়ে যায়। সেই ট্রেন ধরে বাড়ি ফেরেন বৃদ্ধ। বৃহস্পতিবার বিকেলে তাঁর সঙ্গে হঠাৎ দেখা। অনেক কথা হল। হাঁদুবাবু বললেন, ‘বড় নাতি দেব দাস দশমে আর ছোট নাতি সোহম সপ্তম শ্রেণিতে পড়ে। পড়াশোনার খরচ আমাকে দিতে হয়। সেইজন্যই বাদাম বিক্রি করি।’ তিনি জানান, প্রতিদিন সকালে ফুলেশ্বরের মনসতলা থেকে বাদাম কেনেন। বাড়ি ফিরে তা প্যাকেট করেন। এরপর বিকেলে বেরন বিক্রি করতে। প্রতিদিন চেঙ্গাইল ষ্টেশন থেকে চারটে ৫৮ মিনিটের ট্রেন ধরে উলুবেড়িয়া ষ্টেশন। হেঁটে যান কালীবাড়ি পর্যন্ত। পথেই বিক্রি হয় প্যাকেটের বাদাম। রাত ১০টা ২০ মিনিটের ট্রেন ধরে ফেরেন বাড়ি। প্রতিদিন যেভাবেই হোক ৯০ টাকার বাদাম বিক্রি করতেই হয়। ১০ টাকা লাগে ট্রেনের টিকিট কিনতে। বাকি ৮০ টাকা বাড়িতে নিয়ে যান। ‘এই গরমে কষ্ট হয় না?’ 
এই প্রশ্নে বৃদ্ধের মুখে মলিন হাসি। তারপর দিলেন উত্তর, ‘নাতিদের মুখ চেয়ে কষ্ট হয় না। বাদাম বিক্রি করি কারণ, ওদের পড়াশোনার যেন কোনও সমস্যা না হয়। যতদিন শরীর চলবে এ কাজ করব। নাতি দু’টো মানুষের মতো মানুষ হয়ে ওঠার পরই আমার শান্তি।’
5Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মরশুমি রোগের ভোগান্তিতে স্বাস্থ্যহানির যোগ প্রবল। কাজকর্মে কিছুটা আলস্য ভাব আসতে পারে। বিদ্যায় উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা