বিনোদন

মুক্তির আগেই ছ’কোটি

• সলমন খান অভিনীত ‘টাইগার থ্রি’কে ঘিরে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। আগামী ১২ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে এই ছবি। তার আগেই অ্যাডভান্স বুকিংয়ের নিরিখে ৬.৪৮ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। মঙ্গলবার পর্যন্ত যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবির প্রায় ২.৭ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। গত ৫ নভেম্বর থেকে শুরু হয়েছে সিনেমার অ্যাডভান্স বুকিং। দু’দিনে এই সাফল্যে খুশি নির্মাতারা। তবে চিন্তার ভাঁজ পড়েছে মার্কিন মুলুকের হিসেব নিয়ে। বিশ্বজোড়া শাহরুখ খানের ‘পাঠান’-এর দারুণ ব্যবসার নেপথ্যে ছিলেন মার্কিন মুলুকের দর্শকের বড় অংশ। অগ্রিম বুকিংয়ের নিরিখে মুক্তির আগেই আমেরিকায় প্রায় ১১ কোটির ব্যবসা করেছিল ‘পাঠান’। ‘জওয়ান’ ছবির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। প্রি-বুকিংয়ের নিরিখে আমেরিকায় ভালো ব্যবসা করেছিল অ্যাটলি পরিচালিত ছবিটিও। তবে সলমন খানের ‘টাইগার থ্রি’-এর ভাগ্যের শিকে এখনও ছেঁড়েনি। দু’দিনের হিসেব বলছে, এখনও মার্কিন মুলুকে এখনও বড় ব্যবসা করতে পারেনি এই ছবির অগ্রিম বুকিং। মঙ্গলবার পর্যন্ত নাকি সেখানে মাত্র ৭ হাজারের কিছু বেশি টিকিট বিক্রি হয়েছে। মুক্তির আগে হাতে এখনও বেশ কিছুদিন রয়েছে। পাশাপাশি আমেরিকায় আরও কয়েকটি প্রেক্ষাগৃহে যুক্ত হতে চলেছে শো। তাই ‘পাঠান’-এর অগ্রিম বুকিং  ছুঁতে পারে বলে আশা করছেন অনুরাগীরা। 
11Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা