বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন

বড়পর্দায় গোয়েন্দা দীপক

গোয়েন্দা গল্পখোরদের নিশ্চয়ই আজ থেকে চল্লিশ-পঞ্চাশ বছর আগের স্বপনকুমার ওরফে ডঃ সমরেন্দ্রনাথ পান্ডের লেখা কালো নেকড়ে, বাজপাখি, ড্রাগন, মিস্ট্রিম্যান ডিটেকটিভ সিরিজের পাল্প ফিকশনগুলোর কথা মনে আছে? জমজমাট সব গল্প। খুন, অপহরণ, ছদ্মবেশ, লাস্যময়ী নারী, অ্যাকশন- কী নেই তাতে! হলিউড থ্রিলারকেও হার মানাত সেসব গোয়েন্দা কাহিনি। সেখানে পাওয়া গোয়েন্দা দীপক চ্যাটার্জি বাঙালির কাছে আজও তো সুপারহিরো। সেই দীপক এবার বড়পর্দায়। সৌজন্যে হইচই স্টুডিওজ। দীপকের ভূমিকায় অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায়। স্বপনকুমারের রহস্য রোমাঞ্চ সিরিজের কাহিনি অবলম্বনে ‘বাদামি হায়নার কবলে’ ছবিটি পরিচালনা করছেন দেবালয় ভট্টাচার্য। 
গোটা পরিকল্পনাটাই সফল হতে চলেছে ‘হইচই’ এর হাত ধরে। এই ছবিটির মাধ্যমেই বড়পর্দায় পা রাখছে তারা। ‘হইচই’-এর নতুন শাখা ‘হইচই স্টুডিওজ’ এবার বড়পর্দার জন্যও ছবি প্রযোজনা করবে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ তৈরির কাজও অব্যাহত রাখবে। পর্দায় স্বপনকুমারের ভূমিকায় দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়ের অভিনয়। ব্যোমকেশ, ফেলুদা, সোনাদার পর আবির ফের গোয়েন্দার ভূমিকায়। অভিনেতা বললেন, ‘হইচই স্টুডিওজের প্রথম ছবির সঙ্গে যুক্ত থাকতে পেরে সত্যিই ভালো লাগছে। যাঁরা পছন্দ করেন না, তাঁরা তো নিন্দে করবেনই, কিন্তু এমন অনেক মানুষ আছেন, যাঁরা থ্রিলার দেখতে পছন্দ করেন। অনেক তো সিরিয়াস হল, এবার একটু পাল্প হোক।’
দেবালয়ের কথায়, ‘হইচই স্টুডিওজের প্রথম ছবিটা আমি তৈরি করছি ভেবেই ভালো লাগছে। আরও বেশি ভালো লাগছে বাঙালির কাছে এত জনপ্রিয় একটা চরিত্রকে তৈরি করছি। এটা বাংলার প্রথম অ্যাকশন নির্ভর ডিটেকটিভ কনটেন্ট।’ ওটিটি প্ল্যাটফর্মের পর বড়পর্দার জন্য ‘হইচই’-এর নতুন এই উদ্যোগ প্রশংসনীয়। চলতি মাসেই শুরু হবে শ্যুটিং। আসন্ন কালীপুজোয় মুক্তি পাবে এই ছবি।
মানসী নাথ
ছবি: দীপেশ মুখোপাধ্যায়
20Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা