বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিনোদন

প্রয়াত সঙ্গীতশিল্পী
স্বস্তিকা মুখোপাধ্যায়
শোক শান্তিনিকেতন ও বিশ্বভারতীতে

সংবাদদাতা, বোলপুর: শান্তিনিকেতনের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায় প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬বছর। গতবছর জানুয়ারিতে তিনি করোনায় আক্রান্ত হন।‌ তারপর থেকেই দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বুধবার সকাল ৯টা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে বিশ্বভারতী ও শান্তিনিকেতনে শোকের ছায়া নেমে এসেছে।
‘শান্তিনিকেতন ঘরানা’র রবীন্দ্রসঙ্গীত গায়কীর জন্য স্বস্তিকাদেবী বিখ্যাত ছিলেন। দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে বিশ্বভারতীর সঙ্গীতভবনে অধ্যাপনা করেছেন। অধ্যক্ষও ছিলেন। কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন তাঁর পরিবার ও গুণমুগ্ধ ছাত্রছাত্রীরা। তাঁকে স্মরণ করে সঙ্গীতভবনে শ্রদ্ধার্ঘ্য জানানো হবে। পাশাপাশি আগামী বুধবার উপাসনা গৃহে সাপ্তাহিক উপাসনাতেও তাঁকে স্মরণ করা হবে বলে বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে।
স্বস্তিকাদেবীর বাবা গোবিন্দগোপাল ও মা মাধুরী মুখোপাধ্যায় বিশিষ্ট সঙ্গীতশিল্পী ছিলেন। ছোট থেকেই মা-বাবার তালিমে বড় হন। প্রথমে ইংরেজি নিয়ে পড়াশোনা করেন। পরে সঙ্গীতশিল্পী নীলিমা সেনের কাছে রবীন্দ্রসঙ্গীতের পাঠ নেন। দ্বিজেন্দ্রগীতি, অতুলপ্রসাদের গান, স্বদেশী গান দক্ষতার সঙ্গে গাইতেন। নানা ভাষায় রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য তাঁর বিশেষ খ্যাতি ছিল। ১৯৯৭ সালে সঙ্গীতভবনের রবীন্দ্রসঙ্গীত, নৃত্য ও নাটক বিভাগে অধ্যাপনায় যোগদান করেন। ২০১৬ সালে ওই বিভাগের বিভাগীয় প্রধান হন তিনি। এমনকী, ২০২০ সালে অধ্যক্ষ পদেও বসেন। অধ্যাপনার পাশাপাশি বিশ্বভারতীর বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে সঙ্গীত পরিচালনার দায়িত্ব থাকত তাঁর উপর। বহুকাল ধরে বিশেষ দক্ষতার সঙ্গে ছাত্রছাত্রীদের নিয়ে শান্তিনিকেতনে অনুষ্ঠান করেছেন। তারমধ্যে স্বাধীনতা দিবসের ‘স্বদেশী গানের অনুষ্ঠান’, ২২শে শ্রাবণের সন্ধ্যায় ‘স্মরণ’, ২৫ ডিসেম্বর  খ্রিস্ট উৎসবে ‘ক্যারল’ প্রভৃতি উল্লেখযোগ্য। বিশ্বভারতীর তরফে রবীন্দ্রসঙ্গীতকে বিশ্বের দরবারে তুলে ধরতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। দেশের নানা প্রান্তে অনুষ্ঠান করার পাশাপাশি বিদেশেও তাঁর কদর ছিল। বহু পুরস্কার ও সম্মান পেয়েছেন। বহু দেশে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে যোগদান করেছেন।
গতবছরের শুরুতে করোনায় আক্রান্ত হন তিনি। তারপর থেকে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। করোনা পরবর্তী সময়ে দৃষ্টিশক্তি হারান। পরে কিডনিও বিকল হয়ে যায়। বহুদিন ধরেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর ডায়ালিসিস চলছিল। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁর মৃত্যু অপূরণীয় ক্ষতি। শোকাহত গোটা বিশ্বভারতী পরিবার। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে শিল্পী মোহনসিং খাঙ্গুরা বলেন, দীর্ঘদিনের সহকর্মী ছিলেন। বহু জায়গায় একসঙ্গে গান করেছি। তাঁর মৃত্যু মেনে নেওয়া যায় না।
27Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা