খেলা

এক সিস্টেম ফর্মুলায় সাফল্যের খোঁজে লাল-হলুদ শিবির

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বপ্নপূরণ থেকে মাত্র এক কদম দূরে তারা। শনিবার পাঞ্জাব এফসিকে হারালেই কেল্লাফতে। ডেভেলপমেন্ট লিগ খেতাব জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে নারাজ ইস্ট বেঙ্গল। সেমি-ফাইনালে দু’গোলে পিছিয়ে পড়েও বিষ্ণুদের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের কাহিনি লাল-হলুদ সমর্থকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। টাইমলাইনে রুদ্ধশ্বাস ম্যাচের হাইলাইটস। ক্লাব তাঁবুতেও ডেভেলপমেন্ট লিগ নিয়ে জোর চর্চা। কান পাতলে শোনা যাচ্ছে সিস্টেমের কথা। পিরামিডের শীর্ষ বিন্দুর মতো মাথার উপর রয়েছেন কার্লেস কুয়াদ্রাত। স্প্যানিশ কোচের ভাবনার সঙ্গী বাকিরা। ফাইনালের আগেও বিনো-ব্রিগেডকে শুভেচ্ছা জানান কুয়াদ্রাত। স্প্যানিশ কোচের মন্তব্য, ‘ইস্ট বেঙ্গল সঠিক দিশাতে এগিয়ে চলেছে। এটুকু বলতে পারি, ফুটবলাররা নিজেদের প্রমাণ করতে পারলে আরও সুযোগ অপেক্ষা করছে।’ স্পষ্ট ইঙ্গিত, যুব দলের ফুটবলারদের আইএসএল স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে চান তিনি। সায়ন, বিষ্ণু, আমন... এতো সবে শুরু। 
যুব দল গঠনে মরশুমের শুরু থেকেই জোর দিয়েছে ম্যানেজমেন্ট। কর্তাদের সেই স্বপ্ন আরও একটু উস্কে দিয়েছেন কুয়াদ্রাত। তাঁরই পরিকল্পনায় একই সিস্টেমে খেলছে সিনিয়র ও যুব দল। বিনো জর্জের সঙ্গে খুঁটিনাটি আলোচনাও সারেন কার্লেস। ক্লেটনদের মতো কখনও ৪-৫-১ বা ৪-৪-১-১ ছকে মাঠে নামেন আদিল, গুইতেরা। ময়দান হোক বা বারাকপুর, যুব দলের ম্যাচে হাজির থাকেন স্প্যানিশ কোচ। এভাবেই জহুরির চোখ খুঁজে নিয়েছে আমন, শ্যামলদের। সিনিয়র স্কোয়াডের পাশাপাশি রিজার্ভ দলের জন্যও একই সিস্টেম প্রযোজ্য। শুধু তাই নয়, অনূর্ধ্ব-১৭ দলকেও এই সিস্টেমের আওতায় আনার চেষ্টায় কুয়াদ্রাত। পাশাপাশি ম্যাচ টাইমের উপর জোর দেওয়া হচ্ছে। চলতি মরশুমে প্রায় ৪০টি ম্যাচ খেলেছে রিজার্ভ দল। কসবার ইস্ট বেঙ্গল আবাসনে একই সঙ্গে থাকেন ফুটবলাররা। সাপোর্ট স্টাফেদের কোর গ্রুপ রিপোর্ট দেয় কুয়াদ্রাতকে। লগ্নিকারী সংস্থাও সচেষ্ট। সবমিলিয়ে টিম ম্যানেজমেন্ট আশাবাদী এক সিস্টেম ফর্মুলায় মিলবে সাফল্যের সোনালি দিশা।
5Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬১ টাকা৮৪.৭০ টাকা
পাউন্ড১০৭.৫২ টাকা১১০.৪৫ টাকা
ইউরো৮৯.৯৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা