খেলা

ঋষভ পন্থ সহজাত ক্যাপ্টেন, মাঠেই সিদ্ধান্ত নেয়: সৌরভ

নয়াদিল্লি: ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর আইপিএলেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন ঋষভ পন্থ। ২৬ বছর বয়সি দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাটে ৪৪৬ রানও করেছেন। নেতা পন্থের প্রশংসায় উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গাঙ্গুলি। তিনি বলেছেন, ‘ওর বয়স কম। তরুণ বয়সেই ক্যাপ্টেন হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু শিখবে। চোট সারিয়ে উঠে যেভাবে আইপিএলে পুরো মরশুম খেলল, তা নিঃসন্দেহে তারিফযোগ্য। অফ সিজনে কিন্তু আমরা ওকে নিয়ে সংশয়ে ছিলাম।’
সৌরভ আরও বলেছেন, ‘আইপিএল এখন দশ দলের। ফলে ভারতীয় ক্রিকেটাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পুরো মরশুম জুড়ে পন্থ যেভাবে খেলেছে, তাতে আমি অত্যন্ত খুশি। শুভেচ্ছা রইল পন্থের আগামী দিনের জন্য। ক্রমশ ও ক্যাপ্টেন হিসেবে উন্নতি করবে। প্রথম দিন থেকে কেউ দুর্দান্ত নেতা হয় না। ও সহজাত প্রবৃত্তি অনুসারে নেতৃত্ব দেয়। সব সিদ্ধান্ত মাঠেই নেয়। আগে থেকে ঠিক করে আসে না।’ 
এবারের আইপিএল অভিযানে দিল্লি সাতটা ম্যাচ জিতেছে। হেরেছে সাতটিতে। অঙ্কের হিসেবে প্লে-অফের সম্ভাবনা এখনও রয়েছে তাদের। কিন্তু বাস্তবে দিল্লির অভিযান শেষ বলেই মনে করছে ক্রিকেট মহল। স্বয়ং পন্থ এর নেপথ্যে মন্থর ওভাররেটের কারণে এক ম্যাচের নির্বাসনকে দেখাচ্ছেন। নির্বাসিত থাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। সেই ম্যাচে ৪৭ রানে পরাজিত হয় দিল্লি। ফলে রান রেটেও অনেক পিছিয়ে পড়ে তারা। পন্থ বলেছেন, ‘এটা বলছি না যে, আমি খেললে দিল্লি জিততই। তবে শেষ ম্যাচে আমি থাকলে প্লে-অফের যোগ্যতা অর্জনের সম্ভাবনা বেশি থাকত।’
মরশুমের মাঝপথে ইশান্ত শর্মা, খলিল আহমেদ, মুকেশ কুমারের মতো পেসাররা ও ওপেনার ডেভিড ওয়ার্নার চোট পেয়েছিলেন। সেটাও সমস্যা বাড়িয়েছিল। পন্থ বলেছেন, ‘আমরা অনেক আশা নিয়ে মরশুম শুরু করেছিলাম। কিন্তু চোট-আঘাত সমস্যা ভুগিয়েছে। প্রচুর চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়েও যেতে হয়েছে। তবে সেগুলোকে অজুহাত হিসেবে তুলে ধরছি না। হাতে যা আছে তাই নিয়েই লড়তে হয়। আসলে কিছু জিনিস নিয়ন্ত্রণের বাইরেই থাকে।’
সৌরভ আবার তার মধ্যেও মুকেশ কুমার ও রসিখ ডার সালামের পারফরম্যান্সকে ইতিবাচক হিসেবে তুলে ধরছেন। প্রাক্তন জাতীয় অধিনায়কের মতে, ‘রসিখ দুর্দান্ত উন্নতি করেছে। যত বেশি ম্যাচ ও খেলবে, তত পরিণত হবে। কোটলার পিচে একজন পেসারের পক্ষে কাজটা সহজ নয়। পিচ ব্যাটিংয়ের পক্ষে দারুণ, মাঠও ছোট। রসিখের কৃতিত্ব এখানেই। এই মরশুমে আমাদের সেরা বোলার অবশ্য মুকেশ। শুরুতেই হোক বা ডেথ ওভারে, কঠিন পরিস্থিতিতে ওর উপরই সবসময় ভরসা রেখেছি আমরা। আর ও ধারাবাহিকতা দেখিয়েছে আগাগোড়া।’
5Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬১ টাকা৮৪.৭০ টাকা
পাউন্ড১০৭.৫২ টাকা১১০.৪৫ টাকা
ইউরো৮৯.৯৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা