খেলা

মেসি জাদুতে চ্যাম্পিয়ন ইন্তার মায়ামি

ন্যাশভিল: তাঁর স্পর্শে লোহাও সোনায় পরিণত হতে পারে! কথার কথা নয়, আমেরিকান ফুটবলে তার জ্বলন্ত উদাহরণ মেলে ধরেছেন লায়োনেল মেসি। আর্জেন্তাইন মহাতারকার বাঁপায়ের জাদুতে রাতারাতি বদলে গিয়েছে ইন্তার মায়ামি। নতুন ক্লাবে যোগ দেওয়ার এক মাসের মাথায় ট্রফির ক্যাবিনেটও খুলে ফেললেন তিনি। বিস্ময়কর লাগলেও এটাই সত্যি যে, মেসির কাঁধে ভর করে প্রথম কোনও খেতাবের স্বাদ পেল মায়ামি। রবিবার লিগস কাপের রুদ্ধশ্বাস ফাইনালে ন্যাশভিলকে টাই-ব্রেকারে হারিয়ে খেতাব জিতল বেকহ্যামের দল। নির্ধারিত সময়ে স্কোর ছিল ১-১।
গত মরশুমে মেজর লিগ সকারে সবার নীচে শেষ করছিল ডেভিড বেকহ্যামের দল। এবার মেসি যোগ দিতেই অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়চ্ছে ইন্তার মায়ামি। ক্লাবকে প্রথম খেতাব এনে দেওয়ার পাশাপাশি নিজেও নজির গড়লেন আর্জেন্তাইন মহাতারকা। ফুটবল ইতিহাসে শিরোপা জয়ের তালিকায় শীর্ষে উঠে এলেন মেসি (৪৪)। পিছনে ফেললেন ড্যানি আলভেসকে (৪৩)। লিগস কাপে সর্বাধিক গোলদাতা এবং সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। রবিবার ফাইনালে ২৩ মিনিটে মেসির অসাধারণ গোলে লিড নেয় ইন্তার মায়ামি। বক্সের বাইরে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের বাঁক খাওয়ানো শটে লক্ষ্যভেদ লিও’র (১-০)। তবে লিড ধরে রাখতে পারেনি তাতা মার্তিনোর দল। ৫৭ মিনিটে ফাফার গোলে সমতায় ফেরে ন্যাশভিল (১-১)। টাই-ব্রেকারেও নাটকের অভাব ছিল না। ন্যাশভিলের দ্বিতীয় শটটি ঠেকিয়ে দেন মায়ামির গোলরক্ষক ড্রেক। সেটা আবার শোধবোধ করে দেন ন্যাশভিল গোলরক্ষক ইলিয়ট। শেষ পর্যন্ত দশম শটে হয় ফয়সালা। কিক নিতে গিয়ে লক্ষ্যভ্রষ্ট ইলিয়টই ডোবান দলকে। খেতাব জয় নিশ্চিত হতেই সেলিব্রেশনে মাতেন মেসি-বুস্কেতস-আলবারা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও মেসির উদারতা মন জয় করেছে অনুরাগীদের। ট্রফি নিতে যাওয়ার আগে ইন্তার মায়ামির প্রাক্তন ক্যাপ্টেন ইয়েডলিনকে মঞ্চে ডেকে নেন লিও। ইন্তার মায়ামিকে চ্যাম্পিয়ন করে মেসির বক্তব্য, ‘এই তো শুরু। ক্লাবকে আরও অনেক সাফল্য এনে দিতে চাই।’

ন্যাশভিল-১        :     ইন্তার মায়ামি-১ 
(ফাফা)                                 (মেসি)
(টাই-ব্রেকারে ১০-৯ ব্যবধানে 
জয়ী ইন্তার মায়ামি)
16Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিষয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে শরিকি বিবাদ চরম আকার ধারণ করতে পারে। কর্মে উন্নতি হবে। অপব্যয়ের ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     December,   2024
দিন পঞ্জিকা