নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথম মহিলা আইএফএ শিল্ড ফাইনালে ইস্ট বেঙ্গলের সামনে শ্রীভূমি ফুটবল ক্লাব। বুধবার সেমি-ফাইনালে ওয়েস্ট বেঙ্গল পুলিস এসসি’কে ৩-০ গোলে হারাল লাল-হলুদ। জোড়া গোল তুলসী হেমব্রমের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন মৌসুমি মুর্মু। অন্যদিকে, চাঁদনী এফসি’র বিরুদ্ধে ৫-১ গোলে জিতল শ্রীভূমি। সুজাতা মাহাতোর হ্যাটট্রিক। পাশাপাশি জোড়া গোল তিতলি সরকারের। উল্লেখ্য, কন্যাশ্রী কাপের মতো শিল্ড ফাইনালেও মুখোমুখি এই দুই দল। ২ জুন অনুষ্ঠিত হবে ফাইনাল।