খেলা

আজ এফসি গোয়ার সামনে
এটিকে মোহন বাগান
চোট সমস্যা সামলে জয়ের খোঁজে ফেরান্দো

অভিজিৎ সরকার, কলকাতা: শেষ দু’ম্যাচে জয় অধরা। একইসঙ্গে চোট-আঘাতের নাগপাশে এটিকে মোহন বাগান। বুধবার আইএসএলের ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রতিপক্ষ এফসি গোয়া। স্কোয়াড গঠন করতেই সমস্যায় পড়ছেনসবুজ-মেরুন কোচ হুয়ান ফেরান্দো। সর্বসাকুল্যে তাঁর হাতে রয়েছে ১৬-১৭ জন ফিট ফুটবলার। চোটের কবলে একাধিক প্লেয়ার মরশুমেরই বাইরে। এফসি গোয়ার বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চ ভরবে কাদের নিয়ে, ফেরান্দোর কপালে চিন্তার ভাঁজ। তবুও দুই স্প্যানিশ কোচের লড়াইয়ে কার্লোস পেনার দলকে হারাতে আত্মবিশ্বাসী সবুজ-মেরুন কোচ। চোট-আঘাতের ধাক্কা সামলে জয়ের খোঁজে ফেরান্দো। মঙ্গলবার তিনি বলেন, ‘কান্নাকাটি করে লাভ নেই। পরিকল্পনার অদলবদল ঘটিয়ে জয়ের রাস্তা খুঁজতে হবে।’ কিন্তু আপনার রক্ষণ এত ভঙ্গুর কেন? সবুজ-মেরুন কোচের উত্তর, ‘রক্ষণকে সবাই দোষ দিচ্ছে। কিন্ত এই ডিফেন্ডাররাই তো গত পাঁচ ম্যাচে মাত্র এক গোল হজম করেছে। তবে বলতে পারেন, গোলের সুযোগ তৈরি হচ্ছে। কিন্তু সদ্ব্যবহার নেই। আত্মবিশ্বাসের অভাবই এর কারণ।’ফেরান্দো এই কথা বলার সঙ্গে সঙ্গে আড়ালে গুঞ্জন, তাহলে মোটিভেটর হিসেবে আপনার কাজ কী! তবুও সুদর্শন কোচ লিগে শীর্ষে শেষ করার ব্যাপারে আশাবাদী। 
মোদ্দা কথা, এই দলে জনি কাউকোর মতো স্কিমার-স্ন্যাচার এবং গোলগেটারের অভাব। ফিনল্যান্ডের ফুটবলার চোট পেয়ে দেশে ফিরে নিশ্চয়ই দেখছেন, মাঠে নামলে সতীর্থদের হাঁটু কীভাবে কাঁপছে। এফসি গোয়ার আক্রমণের জোয়ার থামাতে বুধবার ফেরান্দোর ভরসা প্রণয় হালদার। এই বাঙালি মিডফিল্ডার শেষ কবে খেলেছেন তা কারও মনে পড়ছে না। স্বাভাবিকভাবেই এফসি গোয়ার বিরুদ্ধে নিজেকে প্রমাণ করতে মরিয়া তিনি। একইসঙ্গে সবুজ-মেরুন শিবিরে আশঙ্কা, স্বভাবসিদ্ধ মেজাজে প্রণয় কার্ড দেখলেই বড় বিপদ।  
তিন বিদেশি নিয়েই বুধবার শুরু করতে পারে  সবুজ-মেরুন। অর্থাৎ হামিল, ম্যাকহাগ ও পেত্রাতোস। চোটের কারণে হুগো বোমাস অনিশ্চিত। আশিস রাই, দীপক টাংরি, মনবীর সিং চোটের তালিকায়। তাই লিস্টন, আশিকের মতো উইং হাফই আপফ্রন্টে ভরসা ফেরান্দোর। ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে এটিকে মোহন বাগান রয়েছে চার নম্বরে। একধাপ পিছনেই এফসি গোয়া (১৯ পয়েন্ট)। প্রথম লেগে তিন গোলে হারের স্মৃতি অক্ষত সবুজ-মেরুন শিবিরে। তবুও বুধবার ঘর বাঁচিয়ে আক্রমণে ওঠার পরিকল্পনা ফেরান্দোর। প্রতিপক্ষ দলে মরক্কান স্ট্রাইকার নোয়া ওয়ালি সাদাওউইকে সমীহ করছে এটিকে মোহন বাগান। তাঁর নামের পাশে রয়েছে ৫টি গোল ও ৪টি অ্যাসিস্ট। ‘মরক্কান ঝড়’ সামলানোই চ্যালেঞ্জ প্রীতমদের। 
 খেলা শুরু সন্ধ্যা  ৭-৩০ মিনিটে। সম্প্রচার স্টার স্পোর্টসে।
24Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিষয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে শরিকি বিবাদ চরম আকার ধারণ করতে পারে। কর্মে উন্নতি হবে। অপব্যয়ের ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     December,   2024
দিন পঞ্জিকা