দক্ষিণবঙ্গ

কাটোয়ায় ৬ কিমি পথের বেহাল অবস্থা
সংস্কারের দাবিতে পথে নেমে 
লিফলেট বিলি তৃণমূল প্রধানের

সংবাদদাতা, কাটোয়া: কেতুগ্রামে দীর্ঘদিন ধরে অত্যন্ত বেহাল বাদশাহী সড়ক। রাস্তার পিচ কবেই উঠে চলে গিয়েছে। ফুটিসাঁকো থেকে আনখা মায়ের পিরতলা পর্যন্ত ৬ কিমি রাস্তা আরও বেহাল হয়ে পড়েছে। এই রাস্তায় দীর্ঘ আড়াই বছরে কোনও পিচ হয়নি। পূর্তদপ্তরকে বারবার লিখিতভাবে জানিয়েও কোনও কাজ হয়নি। রাস্তা সারানোর দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এবার রাস্তায় নামল খোদ শাসকদলেরই পঞ্চায়েত প্রধান। রবিবার রীতিমতো লিফলেট ছাপিয়ে প্রধান রাস্তায় এসে বিলি করলেন। পথচলতি মানুষ থেকে রাস্তায় গাড়ি থামিয়ে লিফলেট বিলি করলেন বেরুগ্রাম অঞ্চলের প্রধান। এ নিয়ে এলাকায় বিতর্ক সৃষ্টি হয়েছে। 
বেরুগ্রাম অঞ্চলের প্রধান মহম্মদ সইদুল্লা বলেন, ফুটিসাঁকো থেকে আনখা মায়ের পিরতলা পর্যন্ত ৬ কিমি রাস্তা দীর্ঘদিন বেহাল হয়ে পড়ে আছে। মাঝে মাঝে ইটের টুকরো দিয়ে আপদকালীন মেরামত হয়। এটা ব্যস্ততম রাস্তার পক্ষে যথেষ্ট নয়। আমরা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ময়ূরাক্ষী ব্রীজ হাইওয়ে সাবডিভিশন পূর্তদপ্তরের (রোডস) ডিরেক্টরেট কান্দি এমএসডিকে বারবার লিখিত দেওয়ার পরেও কোনও বৃহৎ উদ্যোগ নেওয়া হয়নি। তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য লিফলেট ছাপিয়ে বিলি করছি। আমাদের বিশ্বাস এতে কাজ হবে।জানা গিয়েছে, এই রাস্তাটি এসএইচ ৭, যেটি হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়ক নামে পরিচিত। এই রাস্তায় উত্তরবঙ্গের সমস্ত রোগী সহ সাধারণ মানুষের কলকাতা ও বর্ধমান যাওয়ার জন্য সহজ ও কম দূরত্বের রাস্তা। রাস্তাটির বেশ কয়েক কিমির ভৌগোলিক অবস্থান পূর্ব বর্ধমান জেলার হলেও রাস্তার দেখাশুনা করে মুর্শিদাবাদ জেলার পূর্তদপ্তর। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তায় যাতায়াত করতে গিয়ে এলাকার স্কুল কলেজের ছাত্রছাত্রীদের প্রায়শই দূর্ভোগের শিকার হতে হয়। খানাখন্দে ভরা রাস্তার মধ্যে প্রায়শই দুর্ঘটনা ঘটে। এই রাস্তা ধরেই কেতুগ্রামের মোড়গ্রাম, বেরুগ্রাম, চিনিসপুর, আনকোনা, কুলুট, চেঁচুড়ি, কোজলসা প্রভৃতি গ্রামে যাওয়া যায়। এমনকী রাস্তা দিয়ে দু’তিনটি স্কুল ও কলেজে, স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াত করতে হয় এলাকার পড়ুয়া ও রোগীদের। রাস্তা সংস্কার নিয়ে মুর্শিদাবাদ জেলার পূর্তদপ্তরের আধিকারিককে জিজ্ঞাসা করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। 
আরও অভিযোগ, রাস্তাটি এতটাই বেহাল হয়ে পড়েছে যে, চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পিচ উঠে গিয়েছে। খানাখন্দে ইট দেওয়ায় বর্ষায় এখন হয়ে রয়েছে। বৃষ্টি পড়লেই বাদশাহী রোডে জল জমে যায়।  প্রতিদিন পণ্যবাহী ট্রাক যাতায়াত করে এই রাস্তা ধরে। প্রায়ই টোটো উল্টে যায়। উল্টে যায় দূরপাল্লার ট্রাক, ডাম্পারও। বারবার সংস্কারের অর্জি জানিয়ে কাজ না হওয়ায় পঞ্চায়েত প্রধান রাস্তা সংস্কারের দাবিতে লিফলেট বিলি করছেন। প্রধান জানান, আমরা চাই এলাকার মানুষ সুষ্ঠুভাবে চলাফেরা করুন। তাই মানুষের স্বার্থে  প্রচারে শামিল হয়েছি। আমরা এভাবেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এদিকে এ নিয়ে বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বলেন, ভাঁড়ে মা ভবানী করে সরকার চলছে। কোনও টাকা নেই। তৃণমূলের প্রধানও সেটা বুঝে গিয়েছেন। 
অন্যদিকে কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনেওয়াজ বলেন, রাস্তা সংস্কার করা দরকার সেটা সঠিক। কিন্তু প্রধান যে এভাবে লিফলেট ছাপিয়ে বিলি করবে এটা সঠিক উপায় নয়। ওই রাস্তা সংস্কারের জন্য এবার আমি বিধানসভায় প্রসঙ্গ তুলব।  নিজস্ব চিত্র
27Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা