দক্ষিণবঙ্গ

পঁচাত্তরে পা দিল বাসুদেবপুর দেবেন্দ্র প্রাথমিক বিদ্যালয়

সংবাদদাতা, হলদিয়া: ১৯৪৯ সাল। তখন হলদিয়া নামটির অস্তিত্বই নেই। বছর দুয়েক আগে দেশ স্বাধীন হয়েছে। ওই সময়েই যাত্রা শুরু হলদিয়ার দুর্গাচক সংলগ্ন বাসুদেবপুর দেবেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের। বৃহত্তর সুতাহাটার বাসুদেবপুর অংশ পরবর্তীকালে হলদিয়া শহরের অন্তর্ভুক্ত হয়। বাসুদেবপুর এলাকা গান্ধীজির স্মৃতিধন্য। ১৯৪৫ সালের ২৯ ডিসেম্বর এখানে এসেছিলেন তিনি। তার কয়েক বছর পরই স্থানীয় মানুষের উদ্যোগে গড়ে ওঠে দেবেন্দ্র প্রাথমিক স্কুল। এবছর পঁচাত্তরে পা দিয়েছে এই স্কুল। শুক্রবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠানের সূচনা হয়েছে। ২৭ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত তিনদিন ধরে স্কুলের পড়ুয়াদের নিয়ে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ম্যাজিক শো, ছদ্মবেশ প্রতিযোগিতা, যোগব্যায়াম প্রদর্শনী এবং গীতিনাট্য অনুষ্ঠিত হবে। স্কুলের খুদে পড়ুয়ারা অভিনয় করবে ‘আলিবাবা ও চল্লিশ চোর’ এবং ‘ক্ষীরের পুতুল’। একই সঙ্গে রয়েছে প্রাক্তনী পুনর্মিলন উৎসব। রবিবার রয়েছে লক্ষ্যা পদাতিক নাট্যগোষ্ঠীর নাটক ‘যদি এমনও হয়’। 
এদিন সকালে পড়ুয়া এবং অভিভাবকদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। প্রদীপ জ্বালিয়ে স্কুলের পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা করেন শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রমের সহ-সভাপতি স্বামী শুদ্ধাত্মানন্দজি মহারাজ। প্ল্যাটিনাম জুবিলি উদযাপন উপলক্ষ্যে দেওয়াল পত্রিকা এবং কচিকাঁচাদের তৈরি সৃজনশীলতার প্রদর্শনী ও হ্যান্ডওয়ার্ক কর্মশালারও উদ্বোধন হয়েছে। উদ্বোধনে উপস্থিত ছিলেন স্কুলের বহু বিশিষ্ট প্রাক্তনী। যেমন, হলদিয়া পেট্রকেমিক্যালের জেনারেল ম্যানেজার (সিপি) অসিতকুমার হাজরা, শ্রম আধিকারিক সৌগত কাণ্ডার, জাতীয় শিক্ষক সুজনকুমার বালা, শহিদ মাতঙ্গিনী হাজরা গার্লস কলেজের অধ্যাপক রথীন জানা প্রমুখ। স্কুলের প্রধান শিক্ষক এবং প্ল্যাটিনাম জুবিলি উদযাপন কমিটির সভাপতি লক্ষ্মণচন্দ্র মান্না বলেন, ১৯৪৯ সালে স্কুলের সূচনা হয়। শুরুতে স্কুলের নাম ছিল বাসুদেবপুর সৎসঙ্গ প্রাথমিক বিদ্যালয়। পরে স্থানীয় বাসিন্দা প্রয়াত দেবেন্দ্র দাসের স্মৃতিতে তাঁর ছয় পুত্র মিলে স্কুলের জন্য ১৫ ডেসিমেল জায়গা দান করেন। এরপরই স্কুলের নামকরণ হয় বাসুদেবপুর দেবেন্দ্র প্রাথমিক বিদ্যালয়। 
দেবেন্দ্র প্রাথমিকের প্রথম প্রধান শিক্ষক ছিলেন নিবারণচন্দ্র ভুঁইয়া। সেই সময়ের মাটির দেওয়াল এবং টালির ছাউনি বদলে এখন তিনতলা পাকা বাড়ি হয়েছে স্কুলের। শিশু শ্রেণি থেকে ক্লাস ফাইভ অবধি পড়াশোনা হয়। পড়ুয়ার সংখ্যা প্রায় ২৫০ জন। শিক্ষক, শিক্ষিকা রয়েছেন ৮ জন। হলদিয়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের শিল্পাঞ্চল লাগোয়া এই স্কুলের ক্লাসরুমগুলি মণীষীদের নামাঙ্কিত এবং রয়েছে তাঁদের আবক্ষ মূর্তি। স্কুলের বিল্ডিং সংস্কারের জন্য সহযোগিতা করেছে হলদিয়া পেট্রকেমিক্যাল। আইভিএল ধুনসেরি পেট্রকেম তৈরি করে দিয়েছে কম্পিউটার ল্যাব। প্রয়াত দেবেন্দ্র দাসের নাতি সত্তরোর্ধ্ব প্রশান্তকুমার দাস বলেন, এই স্কুলে এসেছেন স্বাধীনতা সংগ্রামী সুশীলকুমার ধাড়া, কুমারচন্দ্র জানা। স্কুলের অনেক প্রাক্তনী এখন হলদিয়ার নামী শিল্পসংস্থার পদস্থ আধিকারিক এবং সরকারি উচ্চপদে রয়েছেন। স্কুলে প্ল্যাটিনাম জুবিলি স্মারক মঞ্চ তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
14h 14m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা