দক্ষিণবঙ্গ

কাটোয়ায় বাড়িতে ডাকাতি, চলল গুলিও, জখম ১

সংবাদদাতা, কাটোয়া: গতকাল, শুক্রবার রাতে বর্ধমানের কাটোয়ায় একটি বাড়িতে ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে জখম হয়েছেন এক যুবক। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় কাটোয়া থানার পুলিস। পুলিস সূত্রে খবর, ছয় থেকে সাত জনের একটি দল ওই বাড়িতে ডাকাতি করে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।  
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাটোয়া-১ ব্লকের সরগ্রাম অঞ্চলের পুইনি গ্রামে বাড়িটি অবস্থিত। বাড়িতে বসবাস করেন নিবাস দাস, তাঁর স্ত্রী চায়না দাস, শ্বাশুড়ি খুকু দাস, ছেলে রাকেশ দাস এবং মেয়ে প্রতিমা দাস। এদিন রাতে নিবাস তাঁর স্ত্রী এবং মেয়েকে নিয়ে হুগলির জয়রামবাটি এলাকায় বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে উপস্থিত ছিলেন তাঁর শাশুড়ি, ছেলে এবং অন্য এক সদস্য।  
অভিযোগ, রাত দশটা নাগাদ আচমকা বাগানের দরজা দিয়ে দুষ্কৃতীদের দলটি বাড়িতে প্রবেশ করে। প্রত্যেকের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। অগ্নেয়াস্ত্রর পাশাপাশি তাদের কাছে ছিল বেশ কিছু ধারালো অস্ত্রও। বাড়িতে প্রবেশ করেই তারা লুটপাট চালায়। সেই সময়ে রাকেশ বাধা দিতে গেলে কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় গুরুতর জখম হয়েছে রাকেশ। এরপর দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা হয়নি। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিষয় সম্পত্তি ভাগাভাগি নিয়ে শরিকি বিবাদ চরম আকার ধারণ করতে পারে। কর্মে উন্নতি হবে। অপব্যয়ের ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
28th     December,   2024
দিন পঞ্জিকা