দক্ষিণবঙ্গ

পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু, লরিতে আগুন

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: গোপীবল্লভপুরে পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। মৃতের নাম মিঠু বাগ(৪৮)। গোপীবল্লভপুর থানার পারুলিয়া গ্ৰামে তাঁর বাড়ি। শুক্রবার দুপুরে ধরমপুর এলাকায় ঘটনাটি ঘটে। উত্তেজিত জনতা লরিতে আগুন জ্বালিয়ে দেয়। দমকল বাহিনী গিয়ে আগুন নেভায়। পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে মিঠু বাইকে করে গোপীবল্লভপুর বাজার থেকে পারুলিয়া গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন। বাড়ির অদূরে ধরমপুর চকে দাঁড়িয়ে দোকান থেকে পান কেনেন। ধরমপুর চক থেকে আশুইয়ের দিকে কিছুটা এগিয়ে আসার পর একটি ষোলো চাকার খালি লরিকে ওভারটেক করতে যায়। সেইসময়ে উল্টোদিক থেকে চারচাকা ছোট গাড়ি সামনে চলে আসে। লরির বাম দিকে বাইক সরাতে গিয়ে বিপত্তি ঘটে। লরির লোহার অ্যাঙ্গেলে বাইকের হ্যান্ডেলটি ঢুকে যায়। এরপরেই চলন্ত লরির চাকার নীচে পড়ে যান মিঠু। মাথা থেঁতলে যায়। ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন প্রথমে লরিতে ভাঙচুর চালায়। লরিতে আগুন ধরিয়ে দেয়। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেন। বিকেলে ঝাড়গ্রাম থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে লরির আগুন নেভায়।  গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সরফরাজ বলেন, লরির ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে গোপীবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
14h 14m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা