দক্ষিণবঙ্গ

করিমপুর প্রিমিয়ার লিগের ২ খেলায় জয়ী মেঘনা জাম প্যাক ও টিভিএস ওয়ারিয়র্স

সংবাদদাতা, করিমপুর: জামতলা নবারুণ সঙ্ঘ পরিচালিত করিমপুর প্রিমিয়ার লিগের চতুর্থ ও পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হল। শুক্রবার চতুর্থ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে কুচাইডাঙা মুসকান রাইস শপ ইলেভেন নির্ধারিত ২০ ওভারে ৯০ রান করে। জবাবে মেঘনা জাম প্যাক ইলেভেন ৩ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়। মেঘনা জাম প্যাকের বোলার জিয়ারুল মণ্ডল ও বিশ্বজিৎ মণ্ডল তিনটি করে উইকেট পান। বিশ্বজিৎ ৪৬ রানে অপরাজিত থাকেন। তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন।
পঞ্চম খেলায় প্রথমে ব্যাট করতে নেমে টিভিএস ওয়ারিয়ার্স ১০৫ রানে অলআউট হয়ে যায়। তপোব্রত পাল ২০রানে অপরাজিত থাকেন। রান তাড়া করতে নেমে অভয়পুর সুপার কিংস ইলেভেন ৭৯ রানে অলআউট হয়ে যায়। ফলে টিভিএস ওয়ারিয়ার্স ২৬ রানে জয়লাভ করে। চিরঞ্জিত মণ্ডল তিনটি উইকেট ও তপোব্রত পাল দু’টি উইকেট পান। তপোব্রত ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন।
মুরুটিয়া ফুটবল ময়দানে স্থানীয় মর্নিংস্টার ক্লাবের পরিচালনায় একদিনের ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট হল। এতে আটটি দল অংশ নেয়। চ্যাম্পিয়ন হয় বেতাই এবিসিডি ক্লাব। রানার আপ হয় ব্যারাকপুর ফুটবল ক্লাব। টানটান উত্তেজনার ফাইনাল খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত ছিল। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-২ গোলে এবিসিডি ক্লাব জয়ী হয়। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মঞ্জু পাল। সেরা মিডফিল্ডার হয়েছেন বিদেশি খেলোয়াড় ইমানুয়েল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন নন্টে সরকার। চ্যাম্পিয়ন ও রানার্স দলকে সুদৃশ্য ট্রফি সহ যথাক্রমে নগদ ৮০হাজার ও ৬০হাজার টাকা পুরস্কারমূল্য দেওয়া হয়। মুরুটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মাল্য দত্ত ও দীঘলকান্দি পঞ্চায়েতের প্রধান কার্তিকচন্দ্র মণ্ডল পুরস্কার তুলে দেন।
7h 7m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা