দক্ষিণবঙ্গ

বিয়ের নেশায় বুঁদ হয়ে ৩৯ লক্ষ খোয়ালেন পাঁশকুড়ার ইঞ্জিনিয়ার

নিজস্ব সংবাদদাতা, তমলুক: ম্যাট্রিমনিয়াল সাইটের প্রোফাইলে বাংলাদেশের নায়িকার ছবি। ঝকঝকে তরুণী। অপূর্ব সুন্দরী। ‘গ্ল্যামার ক্যুইন’ বলতে যা বোঝায় তাই! উপযুক্ত পাত্র খুঁজছেন তিনি। এমন স্বপ্নের নায়িকাকে জীবন সঙ্গীনি করতে কে না চান? 
চেয়েছিলেন পাঁশকুড়ার এক ইঞ্জিনিয়ারও। সাইটের ছবি দেখেই তিনি ‘ফিদা’ হয়ে গিয়েছিলেন। তারপর ফোনালাপ-পরিচয়…প্রেম, রাত জেগে গল্পগুজব। শেষে বিয়ে করার সিদ্ধান্ত ও প্রস্তাব। আর সেটাই কাল হল ইঞ্জিনিয়ারের! হবু স্ত্রী’র নিখুঁত অভিনয় করে ৩৯ লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই সুবেশা তরুণী। সঞ্চিত অর্থ খুইয়ে একরকম নিঃস্ব ইঞ্জিনিয়ার। উবে গিয়েছে বিয়ের নেশাটাও। তরুণীর খোঁজে তমলুকের সাইবার ক্রাইম থানায় মামলা দায়ের করেছেন তিনি। শুরু হয়েছে তদন্ত-তল্লাশি। 
ওই তরুণী আসলে রহস্যময়ী। অন্তত পুলিস এ ব্যাপারে একপ্রকার নিশ্চিত। কেননা, ম্যাট্রিমনি সাইটে দেওয়া ছবিটি ভুয়ো। সেটি বাংলাদেশের এক জনপ্রিয় নায়িকার। নিজের নাম শ্রেয়া মুখোপাধ্যায় ও কলকাতার বাসিন্দা বলে সাইটে উল্লেখ করেছিল। তা দেখেই বোকা বনে গিয়েছিলেন পাঁশকুড়ার বৃন্দাবনচক গ্রামের ইঞ্জিনিয়ার। তাঁকেই হবু স্ত্রী ধরে নিয়ে টাকা দিতে দু’বার ভাবেননি। নানা বাহানায় মোট ১০৯ দফায় ৩৯ লক্ষ ১২ হাজার টাকা রহস্যময়ীর অ্যাকাউন্টে পাঠিয়েছেন বলে পুলিস সূত্রে খবর। তারপরও টাকা চাওয়ার বিরাম নেই। তখনই ইঞ্জিনিয়ারের সন্দেহ হয়। ২৫ ডিসেম্বর বিয়ের আশা ছেড়ে সটান চলে আসেন থানায়। দ্বারস্থ হন। দায়ের করেন প্রতারণার মামলা। 
এর আগেও তমলুকের এক যুবক একইভাবে ম্যাট্রিমনিয়াল সাইটে প্রতারিত হয়েছিলেন। তদন্তে নেমে পুলিস হলদিয়ার দুর্গাচক থানা এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করে। সেক্ষেত্রেও নায়িকার ছবি দিয়ে ফেক প্রোফাইল বানিয়ে ফাঁদ পাতা হয়েছিল। প্রায় ২২ লক্ষ টাকা খুইয়েছিলেন প্রতারিত যুবক। অভিযুক্ত এখন জামিনে। পাঁশকুড়ার ঘটনায় তদন্তকারী অফিসারদের ধারণা, একই ব্যক্তি ইঞ্জিনিয়ারকে ঠকিয়েছে। কারণ, এক্ষেত্রেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুর্গাচক থানা এলাকার। ওই যুবককেই সন্দেহের তালিকা রাখা হয়েছে। বাংলাদেশি নায়িকার ছবি ব্যবহার করে নকল প্রোফাইল বানানো হয়েছিল। বিশেষ অ্যাপের মাধ্যমে ফোনে মেয়েদের কণ্ঠে কথাবার্তা বলে মিথ্যা প্রেমের অভিনয় করা হয়েছিল।
জানা গিয়েছে, ওই ইঞ্জিনিয়ার বিয়ের জন্য ম্যাট্রিমনিয়াল সাইট ফলো করেন। গত মাসে একের পর এক প্রোফাইল দেখার সময় একটা ছবিতে তাঁর চোখ আটকে যায়। নায়িকার মতো দেখতে তরুণীকে বেশ ভালো লাগে। নাম শ্রেয়া মুখোপাধ্যায় এবং বাড়ি কলকাতা। ফোন নম্বরে যোগাযোগ করেন। কলকাতার বাসিন্দা তরুণী আদৌ বিয়েতে রাজি হবেন কি না, তা নিয়ে দোলাচলে ছিলেন। কিন্তু, অপরপ্রান্ত থেকে বিয়ের প্রস্তাবে রাজি হওয়ায় হাতে কার্যত চাঁদ পেয়ে যান ইঞ্জিনিয়ার। এরপর ফোনে যোগাযোগ শুরু হয়। মধ্যরাত পর্যন্ত গল্পগুজব হতো। বিয়ের পর আগামী দিনের পরিকল্পনা নিয়েও কথাবার্তা এগতে থাকে। রাত গভীর হলে রোমান্টিক কথাবার্তা। এই সুযোগে তরুণী টাকা চাওয়া শুরু করে। চাওয়া মাত্রই ব্যাঙ্ক থেকে টাকা ট্রান্সফার করে দিতেন ইঞ্জিনিয়ার। সবমিলিয়ে ৩৯ লক্ষ টাকা দেওয়ার পর ইঞ্জিনিয়ারের কিছুটা সন্দেহ হয়। তিনি টাকা দেওয়া বন্ধ করে দেন। তরুণীও যোগাযোগ কমিয়ে দেয়। ঘনিষ্ঠ বন্ধুদের কাছে বিষয়টি নিয়ে আলোচনার পর তিনি বুঝতে পারেন, প্রতারণার ফাঁদে পড়েছেন।
ওই ইঞ্জিনিয়ার অবশ্য এনিয়ে কিছু বলতে চাননি। ঘটনার তদন্তকারী অফিসার বলেন, অভিযোগকারী ৩৯ লক্ষ টাকা খোয়া যাওয়ার কথা এফআইআরে লিখেছেন। কিন্তু, ওঁর ব্যাঙ্ক ডিটেলস ঘাঁটতে গিয়ে দেখা যাচ্ছে, খোয়া যাওয়া টাকার পরিমান ৫০ লক্ষ টাকারও বেশি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
14h 14m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্ম, বিদ্যাশিক্ষায় দিনটি শুভ। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সুবাদে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। দেহে আঘাত লাগতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৭৩ টাকা৮৬.৪৭ টাকা
পাউন্ড১০৫.৩৭ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা