দক্ষিণবঙ্গ

ছেলে করোনায় আক্রান্ত হওয়ার খবরে হৃদরোগে মৃত্যু হল বাবার

নিজস্ব প্রতিনিধি, তমলুক: ছেলে করোনায় আক্রান্ত হওয়ার খবরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বাবার। দেশপ্রাণ ব্লকের মানিকপুর গ্রামের ওই ঘটনায় শোকের ছায়া নেমে আসে। মৃতের নাম অরবিন্দ দাস(৫৮)। গত ১২মে বুধবার অরবিন্দবাবুর ছোট ছেলে অনুতোষ দাস করোনায় আক্রান্ত হন। আক্রান্ত হওয়ার পর থেকেই শ্বশুরবাড়িতে হোম আইসোলেশনে থাকা শুরু করেন অনুতোষ। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হন অরবিন্দবাবু। সন্ধ্যা ৭টা নাগাদ বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মৃতের প্রতিবেশী তথা কাঁথি উত্তর কেন্দ্রের এবারের তৃণমূল প্রার্থী তরুণ জানা বলেন, অরবিন্দবাবু সুগার সমস্যায় ভুগছিলেন। ছেলে করোনায় আক্রান্ত হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন। তা থেকেই হার্ট অ্যাটাক হয়েছে বলে আমাদের প্রত্যেকের অনুমান।
এদিকে পূর্ব মেদিনীপুর জেলায় দৈনিক সংক্রমণ এখন এক হাজারে পৌঁছে গিয়েছে। গত ২৪ঘণ্টায় জেলায় আক্রান্ত হয়েছেন ৯৯৩জন। দীঘায় পরিবেশ রক্ষার আন্দোলনের অন্যতম কর্মী সত্যব্রত দাস(৪৮) করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার চণ্ডীপুর কোভিড হাসপাতালে মারা গিয়েছেন। ওই ঘটনায় গোটা উপকূল এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিদিন গড় সংক্রমণের হার এক হাজার হওয়ায় গোটা জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। এই মুহূর্তে চারটি সেফ হোম চালু হলেও আগামী দিনে পরিস্থিতি অবনতির আশঙ্কা করে আরও ২০টি সেফহোম প্রস্তুত রাখা হচ্ছে। জেলায় কয়েক হাজার রোগী হোম আইসোলেশনে রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তখন তাঁদের কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। গত মার্চ মাস থেকে তমলুক শহরে মোট ৫৫০জন আক্রান্ত হয়েছেন। ১৩জনের মৃত্যু হয়েছে।
38Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা