বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

নন্দীগ্রামের কলেজে আসছে ন্যাকের টিম
 

নিজস্ব প্রতিনিধি, তমলুক: কলেজে আসল ছাত্র প্রতিনিধি কারা? এই দ্বন্দ্বে নন্দীগ্রাম সীতানন্দ কলেজে টিএমসিপি এবং বিজেপির ছাত্র সংগঠনের মধ্যে সংঘাত চরমে। এই অবস্থায় আজ, বুধবার কলেজে দু’দিনের ভিজিটে আসছে ন্যাকের টিম। যুযুধান দুই ছাত্র সংগঠন নিজেদের ছাত্র প্রতিনিধি হিসেবে জাহির করে ন্যাকের টিমের সামনে হাজির হতে চাইছে। ফলে, গণ্ডগোলের আশঙ্কা প্রবল। এমনটা আঁচ করেই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজ, বুধবার থেকে দু’দিনের জন্য কলেজে একটানা নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী থাকছে। 
বুধ ও বৃহস্পতিবার (৫ ও ৬ ফেব্রুয়ারি) দু’দিন কলেজে ন্যাকের টিম ভিজিট করবে। কলেজ কর্তৃপক্ষ ন্যাকের মূল্যায়ণে ‘এ’ গ্রেড পেতে আশাবাদী। কিন্তু, সেই পথে প্রধান বাধা কলেজের দুই ছাত্র সংগঠন। যুযুধান দুই ছাত্র সংগঠনের ঝামেলায় কলেজে পঠনপাঠনের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। সবস্বতী পুজোয় সংকল্প করা নিয়েও গণ্ডগোল এড়ানো যায়নি। দুই ছাত্র সংগঠন থেকে দু’জনকে সংকল্পকারী হিসেবে পুজোয় রাখতে হয়। এবার নির্বিঘ্নে ন্যাক ভিজিটের কাজ সম্পন্ন করাই কলেজ কর্তৃপক্ষের কাছে মস্তবড় চ্যালেঞ্জ।
২০১৭ সালে শেষবার নন্দীগ্রাম সীতানন্দ কলেজ পরিদর্শন করেছিল ন্যাকের টিম। সেবার ‘বি’ গ্রেড পায় কলেজ। পাঁচ বছর পর্যন্ত তার মেয়াদ থাকে। ২০২২ সালে সেই মেয়াদ শেষ হয়। করোনার জন্য নির্ধারিত সময়ে ন্যাকের টিমের ভিজিট আটকে ছিল। এবার পূর্ব মেদিনীপুরের বেশিরভাগ কলেজে ন্যাকের মূল্যায়ণ হয়েছে। সেইসব কলেজের কাছে রিপোর্টও চলে এসেছে। সেই হিসেবে অনেকটা দেরিতে নন্দীগ্রাম সীতানন্দ কলেজে ন্যাকের টিমের ভিজিট হচ্ছে। এই মুহূর্তে কলেজে মোট ১৬টি বিষয়ে অনার্স পড়ানো হয়। ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১৭০০। অনেক অধ্যাপকের পদ ফাঁকা আছে। পড়ুয়া সংখ্যাও নিম্নমুখী। এসব সমস্যার মধ্যেও জ্বলন্ত সমস্যা হল, কলেজে দুই ছাত্র সংগঠনের রেষারেষি। 
২০১৭সাল থেকে কোনও কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। বিভিন্ন সাব কমিটি গঠন করে তাতে শাসক দলের ছাত্রনেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও ২০২৪ সালে লোকসভা ভোটের পর নন্দীগ্রাম সীতানন্দ কলেজে ইউনিট খোলে এবিভিপি। তৃণমূল ছাত্র পরিষদের একটা অংশ তাদের সঙ্গে জুড়ে যাওয়ায় দুই পক্ষের শেয়ানে শেয়ানে লড়াই চলছে। ছাত্র সংসদ না থাকায় দুই পক্ষ সেই দায়িত্ব পালন করতে মরিয়া। আর তাতেই সংঘাত বাধছে।
নন্দীগ্রাম সীতানন্দ কলেজের গভর্নিং বডির সভাপতি আবু তাহের বলেন, ৫ ও ৬ ফেব্রুয়ারি আমাদের কলেজে ন্যাকের টিম ভিজিটে আসবে। প্রায় আট বছর পর এই ভিজিট হচ্ছে। আমরা নিজেদের সেরাটা তুলে ধরতে চাইছি। আগের থেকে পরিকাঠামোগত অনেক কাজকর্ম হয়েছে। তাই ‘এ’ গ্রেড নিয়ে আমরা এবার আশাবাদী। কলেজে মাত্র একজন নিরাপত্তারক্ষী থাকায় ভিজিট চলাকালীন পুলিসি নিরাপত্তা চেয়ে থানায় আবেদন করেছি। সেইমতো ফোর্স পাঠানো হবে বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে।
8h 8m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা