বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

সরস্বতী পুজো, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে তমলুকের স্কুলে উৎসবের পরিবেশ
 

নিজস্ব প্রতিনিধি, তমলুক: সরস্বতী পুজো ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে তমলুকের মামুদপুর গোবিন্দস্মৃতি শিক্ষানিকেতনে উৎসবের পরিবেশ। স্কুলে, সরস্বতী পুজোয় থিমের মণ্ডপ বানিয়ে নজর কেড়েছে পড়ুয়ারা। শিক্ষক-শিক্ষিকাদের গাইডে তারা দক্ষ শিল্পীর মতো ‘চলো যাই বরফের দেশে’ মণ্ডপ বানিয়েছে। আশপাশের এলাকা থেকে প্রচুর দর্শনার্থী দু’দিন ধরে পুজো মণ্ডপে ভিড় জমান। দর্শনার্থীদের জন্য ভূরিভোজের এলাহি আয়োজন ছিল। সোম ও মঙ্গলবার দু’দিন ধরে স্কুলে ফুড ফেস্টিভ্যাল হয়। সেখানে মাশরুম পকোড়া থেকে বিরিয়ানি, চিকেন চাউমিন, ফিস ফিঙ্গার, আইসক্রিম, ভেলপুরি সহ নানা স্বাদের পদ ছিল। স্থানীয় মানুষজন, অভিভাবক, প্রাক্তনী সহ অনেকেই স্কুলের পড়ুয়াদের ওইসব স্টল থেকে খাবার কিনে বাড়ি নিয়ে যান।
তমলুক গ্রামীণ এলাকায় নামকরা স্কুলগুলির মধ্যে অন্যতম মামুদপুর গোবিন্দস্মৃতি শিক্ষা নিকেতন। উচ্চ মাধ্যমিক এই স্কুলে পড়ুয়া সংখ্যা প্রায় ৮০০। শিক্ষক-শিক্ষিকা ২১জন। পঠনপাঠনের পাশাপাশি অন্যান্য হাতের কাজে বরাবর ছাত্রছাত্রীদের উৎসাহ দেন শিক্ষক-শিক্ষিকারা। গত ১ফেব্রুয়ারি থেকে তিনদিন ধরে স্কুলে নাচ, গান, আবৃত্তি ও ক্যুইজ প্রতিযোগিতা হয়েছে। তাতে ছাত্রছাত্রীরা অংশ নেয়। বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে সোম ও মঙ্গলবার ভূগোল বিষয়ের প্রদর্শনী হয়। তাতে প্রদর্শনীর মাধ্যমে এসকিমোদের জীবনযাত্রা তুলে ধরা হয়েছে। এছাড়াও ছাত্রছাত্রীদের হাতে আঁকা ছবি ও হস্তশিল্পের প্রদর্শনী হয়েছে।
সোম ও মঙ্গলবার দু’দিন বিকেলের পর স্কুলে ফুড ফেস্টিভ্যাল শুরু হয়। অষ্টম শ্রেণির প্রিয়াঙ্কা সামন্ত ভেলপুরি বানিয়ে স্টলে হাজির হয়। আর এক ছাত্রী ফাল্গুণী মাইতি চিকেন চাউমিন বানিয়ে স্টল দিয়েছিল। প্রায় দেড়শো পড়ুয়া এই ফেস্টিভ্যালে অংশ নেয়। সন্ধ্যায় স্কুলে নাটক মঞ্চস্থ হয়। এছাড়াও নৃত্যানুষ্ঠান ছিল। স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের গাইডে ছাত্রছাত্রীরাই নাটক, নাচ, গান পরিবেশন করে।
স্কুলের প্রধান শিক্ষক অলকানন্দ মাইতি বলেন, আমরা পঠনপাঠনের পাশাপাশি সহ পাঠক্রমিক বিষয়েও সমান উৎসাহ দিই। আমাদের স্কুলের রেজাল্টও ভালো হয়। প্রত্যেক বছর রুটিন করে ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ হয়। একাদশ ও দ্বাদশের পড়ুয়াদের নিয়ে দু’দিনের শিক্ষামূলক ভ্রমণ হয়। নিচু ক্লাসের পড়ুয়াদের নিয়ে কাছেপীঠে শিক্ষামূলক ভ্রমণ করা হয়। গত ১২জানুয়ারি যুব দিবসে স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সরস্বতী পুজো উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। তিনদিনের এই উৎসবে ছাত্রছাত্রী থেকে প্রাক্তনী, অভিভাবক এবং স্থানীয় মানুষজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। বুধবার সরস্বতী পুজো উপলক্ষ্যে স্কুলে ভোজ হয়ে এবছরের মতো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হবে।-নিজস্ব চিত্র
8h 8m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.১৮ টাকা৮৭.৯২ টাকা
পাউন্ড১০৬.২৮ টাকা১১০.০২ টাকা
ইউরো৮৮.১৫ টাকা৯১.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা