বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

অবহেলায় ধ্বংসের মুখে আমতার
নীলকুঠি, পর্যটন কেন্দ্র গড়ার দাবি 

সংবাদদাতা, উলুবেড়িয়া: ব্রিটিশ শাসনের কলঙ্কপূর্ণ অধ্যায়ের অন্যতম হল নীলচাষ। ব্রিটিশ নীলকর সাহেবরা কৃষকদের জোর করে নীলচাষে বাধ্য করেছিল। আর এই অত্যাচারের কেন্দ্রস্থল ছিল নীলকুঠি। এইসব নীলকুঠিতেই নীলচাষে গররাজি কৃষকদের শাস্তি ও বিচার চলত। ব্রিটিশদের সেই অত্যাচারের কাহিনি আজ সকলের কমবেশি জানা। পরাধীন ভারতের বিভিন্ন জায়গায় এই নীলচাষ শুরু করেছিল ব্রিটিশরা। বাদ যায়নি হাওড়া জেলার আমতার কলিকাতা গ্রাম। 
আমতা ১ নং ব্লকের রসপুর গ্রাম পঞ্চায়েতের এই গ্রামেই ব্রিটিশরা গড়ে তুলেছিল নীলকুঠি। দেশের বিভিন্ন জায়গায় নীলকুঠিগুলি কালের নিয়মে আজ অস্বিত্বের সঙ্কটে। বাদ যায়নি আমতার কলিকাতা গ্রামের নীলকুঠিও। অবহেলার ধাক্কায় ব্রিটিশদের সেই অত্যচারের নির্দশন আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আছে শুধুমাত্র কয়েকটি ইটের দেওয়াল। তবে অনেক ইতিহাসবিদের লেখায় এই নীলকুঠির কথা আছে। এখনও কলিকাতা গ্রামে গিয়ে খুঁজলে চোখে পড়বে ইটের দেওয়ালের ভগ্নাবশেষ।
নীলচাষের জন্য প্রচুর জলের প্রয়োজন হতো। সেই কারণে নদী তীরবর্তী এলাকাতে এইসব নীলকুঠি গড়ে উঠত। কলিকাতা গ্রামে নীলকুঠির অদূরে দামোদর প্রবাহিত হলেও এই নীলকুঠি সংলগ্ন এলাকায় একটি বড় পুকুরও আছে। চাষের জলের জন্যই নীলকুঠির পাশের এই বড় পুকুরটি কাটানো হয়েছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় ইতিহাস লেখক তথা শিক্ষাপ্রেমী তপন মণ্ডলের মতে, এই নীলকুঠির ধ্বংসাবশেষকে কেন্দ্র করে এখানে একটি ছোটখাট মিউজিয়াম ও পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারত। প্রশাসনের উদ্যোগে নীলচাষ সংক্রান্ত বিভিন্ন দৃশ্য মডেল এবং লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে তুলে ধরলে এলাকার আরও উন্নতি হতো। স্থানীয় বাসিন্দারাও এই ভগ্নপ্রায় নীলকুঠিটিকে ‘হেরিটেজ’ ঘোষণার দাবি জানিয়েছেন। রসপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়ন্ত পোল্লে জানান, যদি এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায়, তাহলে খুব ভালো হবে। প্রশাসনিকভাবে কী করা যায়, আমরা সেটা দেখছি। বিষয়টি নিয়ে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি জানান, এখানে পর্যটন কেন্দ্র করা যায় কি না, তা নিয়ে অবশ্যই পর্যটন দপ্তরের সঙ্গে কথা বলব। 
25Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নিজের বা পরিবারের কারও আকস্মিক রোগবৃদ্ধিতে বিচলিত হতে পারেন। কাজকর্ম কমবেশি এগবে। মানসিক  বিক্ষিপ্ততা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৩ টাকা৮৭.৬৭ টাকা
পাউন্ড১০৫.৪১ টাকা১০৯.১৩ টাকা
ইউরো৮৭.৭৪ টাকা৯১.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা