বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

এক হাতে টোটো চালিয়ে গাছের
চারা বিক্রি বারুইপুরের রাজুর

সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: মোবাইলে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করলে বাড়িতে খাবার পৌঁছে যায় আজকাল। মুদি ইত্যাদির জিনিসপত্রও পৌঁছে যায়। অবাক লাগবে, পাশাপাশি ভালও লাগবে শুনে, এভাবে গাছের চারাও বাড়ি পৌঁছে দেন একজন মানুষ। এই মানুষটার একটা হাত দুর্ঘটনায় কাটা যায়। তারপর ভ্যান চালালে কষ্ট হত। কষ্টেসৃষ্টে একটা টোটো কিনেছেন। সেটি চালিয়ে কোনও একটি গ্রামে একটি জায়গায় দাঁড়িয়ে পড়েন। হাতে হাতে বিক্রি করেন ডালিয়া, গাঁদা, গোলাপ, চন্দ্রমল্লিকার চারা। পাঁচ টাকার গাছ থাকে তাঁর কাছে। থাকে ১০০০ টাকার চারাও। টোটোটা দেখতে ছোটখাটো একটা বাগানের মতো। 
বারুইপুরের রামনগর ২ নম্বর পঞ্চায়েতের দক্ষিণ সীতাকুণ্ডুতে বাড়ি রাজু মোল্লার। ছোট থেকে তিনি চারা বিক্রি করেন। বাড়ির কাছে তাঁর নার্সারি রয়েছে। রাজু রোজ টোটোর পিছনে ফুলের টব সাজিয়ে বেরিয়ে পড়েন রাস্তায়। বললেন, ‘ঠাকুরদার সময় পেয়ারা গাছের চারা বিক্রি করতে বাজারে যেতাম। আমাদের নিজেদের বাগান। ১৫ বছর আগে বাইক দুর্ঘটনায় বাঁ হাত ভেঙে যায়। ভোর থেকে রাত বারুইপুর, সুভাষগ্রাম, ক্যানিং, জয়নগরে গ্রাম-গঞ্জে টোটো নিয়ে ঘুরে ঘুরে চারা বিক্রি করি। গাছের ওষুধও বিক্রি করি’ গাছের চারার সঙ্গে সহবাস করতে করতে রাজু সম্পূর্ণভাবে পরিবেশ সচেতন। তিনি দেখছেন এক শ্রেণির মানুষ নিয়মিত সবুজ ধ্বংস করছে। ফলে দূষণ বাড়ছে। বললেন, ‘আমি চাই মানুষ বেশি করে গাছের চারা কিনুক। তবেই প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে। চারা ডেলিভারির ফোন নম্বর তাঁর টোটোতে লেখা আছে। সেই নম্বরে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করে চারা অর্ডার দিলে পৌঁছে যান বলে জানালেন। এই কাজ করে সংসার চালাচ্ছেন। ছেলে-মেয়েকে মানুষ করছেন। ছেলেমেয়েরাও যাতে গাছকে ভালবাসে তার জন্য নিয়মিত পাঠ দেন। এখন থেকে তাদের পরিবেশ সম্পর্কে সচেতন রাখার চেষ্টা করেন। এই করতে করতে রাজু রামনগরের ‘ট্রিম্যান’ হয়েছেন। অনেকে তাঁকে এখন এই নামে ডাকে। রাজু তাঁর এই কাজের নামও দিয়েছেন একটা, ‘সবুজ অভিযান’।  নিজস্ব চিত্র
26Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

নিজের বা পরিবারের কারও আকস্মিক রোগবৃদ্ধিতে বিচলিত হতে পারেন। কাজকর্ম কমবেশি এগবে। মানসিক  বিক্ষিপ্ততা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৩ টাকা৮৭.৬৭ টাকা
পাউন্ড১০৫.৪১ টাকা১০৯.১৩ টাকা
ইউরো৮৭.৭৪ টাকা৯১.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা